তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন : প্রথম রাউন্ডে এরদোগান এগিয়ে, দ্বিতীয় রাউন্ডের নির্বাচন ২৮ মে

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের প্রধান নির্বাচন কমিশন আহমাদ ইয়েনার জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯.৮৭ ভাগ ভোট গণনা শেষ হয়েছে। এর মধ্যে এরদোগান পেয়েছেন ৪৯.৫১ ভাগ। আর কিলিচদারোগ্লু পেয়েছেন ৪৪.৮৮ ভাগ। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে মোট ভোটের ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, এককভাবে সেটি কেউ পাননি। তাই আগামী ২৮ মে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তুরস্কে শত বছেরর সর্বাধিক জনপ্রিয় ও ক্যারিশম্যাটিক নেতা হিসেবে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পশ্চিমা নেতিবাচক প্রচার ও পূর্বাভাস এবং ইসলাম বিরোধী ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যবদ্ধ ষড়যন্ত্র মোকাবেলা করেও নির্বাচনে এগিয়ে রয়েছেন। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এরদোগান তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২৬ লাখ ভোট বেশি পেয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য যে ৫০ ভাগ ভোট পাওয়া দরকার, অল্পের জন্য সেটি হয়নি। তাই সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন হবে। সেখানে প্রার্থী থাকবেন এরদোগান এবং কামাল কিলিচদারোগ্লু।

এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নেতৃত্বাধীন পিপলস অ্যালায়েন্স ৬০০ আসনের পার্লামেন্টে ৩২১টি আসন পেয়েছে। এর মধ্যে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ২৬৬টি, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি ৫০টি এবং নিউ ওয়েলফেয়ার পার্টি ৫টি আসন লাভ করেছে। বিরোধী জোট পার্লামেন্টে ২১৩টি আসন পেয়েছে। কিলিচদারোগ্লুর রিপাবলিকান পিপলস পার্টি ১৬৯টি ও গুড পার্টি ৪৪টি আসন পেয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মি. এরদোগানের নেতৃত্বাধীন জোটও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থার দেয়া প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে। ফলে নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে যেতে এই ফলাফল তাকে উৎসাহ জোগাতে পারে।

বিবিসির পল কারবি লিখেছেন, দু’সপ্তাহের মধ্যে প্রত্যাশিত দ্বিতীয় দফার ভোটের আগে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান যাই থাকুক না কেন, মি. এরদোগান অনেক পোলস্টারের ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করেছেন, যারা বলেছিলেন যে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগ্লু এগিয়ে থাকবেন এবং এমনকি প্রথম ধাপেই সরাসরি জয়লাভ করতে পারেন।

এদিকে এরদোগান বলেছেন, ‘ইতোমধ্যেই আমরা আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৬ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছি। আনুষ্ঠানিক ফল প্রকাশের সময় এই সংখ্যা আরো বাড়বে বলে আশা করছি।’

তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘প্রথম দফায় নির্বাচন শেষ হয়েছে কি না- আমরা এখনো জানি না। .যদি আমাদের দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচন করতে হয়, তাহলে সেটাকেও স্বাগত জানাব।’

প্রাপ্ত বেসামরিক ফলাফলে এরদোয়ান এগিয়ে থাকায় রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুলসহ বিভিন্ন স্থানে মিছিল করতে দেখা যায় তার সমর্থকদের। এরদোয়ানের সমর্থক টেক্সটাইল কারখানার মালিক ইয়ালসিন ইলড্রিম বলেন, আমরা জানি এখনই উদযাপনের সঠিক সময় নয়। আশা করছি শিগগিরই আমরা বিজয় উদযাপন করবো। এরদোয়ান আমাদের দেশের জন্য আদর্শ নেতা। আমরা তাকে ভালোবাসি।

সূত্র : আল-জাজিরা ও বিবিসি নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *