তুরস্কে দ্বিতীয় রাউন্ডের জরিপে এরদোগান এগিয়ে

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

মাসুম খলিলী

তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের তিন দিন আগে প্রকাশ হওয়া জনমত জরিপে রিসেপ তাইয়েব এরদোগান সাড়ে ৪ শতাংশের ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে প্রকাশ করা হয়েছে। জিইএইচএসসি/গ্লোব ইলেকশন্স ২৫ মে এই জরিপ প্রকাশ করে। প্রথম দফা নির্বাচন নিয়ে করা সর্বশেষ জরিপে এই প্রতিষ্ঠানটি উভয় প্রার্থি সমান ভোট পাবে বলে প্রকাশ করেছিল।

দ্বিতীয় দফা নির্বাচন নিয়ে দুটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের জনমত জরিপ প্রথম দফা ফলের পর প্রকাশিত হয়। জিইএইচএসসি/গ্লোব ইলেকশন্স এর জরিপ অনুসারে পিপলস এলায়েন্স’র প্রার্থি এরদোগান পাবেন ৫২.২২ শতাংশ এবং ন্যাশন্স এলায়েন্সের প্রার্থি কামাল কিলিচদারুগ্লু পাবেন ৪৭.৭৮ শতাংশ ভোট। অপর প্রতিষ্ঠান পলিটিকোর ২৪ মে প্রকাশ করা জনমত জরিপে এরদোগান ৫১ শতাংশ এবং কিলিদারুগ্লু ৪৭ শতাংশ ভোট পাবেন বলে দেখানো হয়েছে।

এর বাইরে আরো ৫টি প্রতিষ্ঠান ১৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সময়ে জরিপ প্রকাশ করেছে। এর মধ্যে এরিয়া নামের একটি প্রতিষ্ঠান কামাল কিলিচদারুগ্লু ৫০.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন বলে প্রকাশ করেছে। এছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওজডেমির ৫৪.১২ শতাংশ, কোনডা ৫২.৭ শতাংশ, আরেডা ৫২.৪ শতাংশ, ও ট্যাগ ৫১.৬ শতাংশ ভোট পেয়ে এরদোগান জয়ী হবেন বলে দেখিয়েছে।

উল্লেখ্য, প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগান ৪৯.৫২ শতাংশ ভোট পেয়েছেন। কিলিদারুগ্লু পেয়েছে ৪৫ শতাংশের কাছাকাছি। ৫০ শতাংশ অতিক্রম করলে এরদোগান প্রথম দফাতেই প্রেসিডেন্ট নির্বচিত হতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *