Digester Journalism Training in Turkey 2023

তুরস্কে দুর্যোগ সাংবাদিকতার প্রশিক্ষণে বাংলাদেশের ফারুকে আযম

আন্তর্জাতিক এশিয়া বাংলাদেশ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশসহ ১৬ দেশের সংবাদকর্মীদের নিয়ে ‘ডিজাস্টার জার্নালিজম ট্রেনিং ২০২৩’ (দুর্যোগ সাংবাদিকতার প্রশিক্ষণ) এর আয়োজন করে তুর্কি কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিকা) এবং তুর্কি পাবলিক মিডিয়া এজেন্সি আনাদোলু এজেন্সি (এএ)।

গত ১৬ থেকে ২২ জুলাই তুরস্কের রাজধানী আনকারায় আনাদোলুর সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ কর্মশালা। যে কোন দুর্যোগের সংবাদ সংগ্রহ ও রিপোর্টিং এর দক্ষতা বাড়ানো এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল।

বাংলাদেশ থেকে এই প্রশিক্ষণে অংশ নেন এটিএন নিউজের সিনিয়র প্রডিউসার ফারুকে আযম। তিনি বিভিন্ন সেশনের প্রশ্নোত্তর পর্ব ও আলোচনায় অংশ নেন।

Digester Journalism Training in Turkey 2023_Faruqe Azam
প্রশিক্ষণের সনদপত্র গ্রহণ করছেন বাংলাদেশের ফারুকে আযম

বিশ্বব্যাপী দুর্যোগের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে সঠিক এবং সময়োপযোগী সাংবাদিকতা, অনুষ্ঠান নির্মাণ এর প্রয়োজনীয়তা বেড়েছে। এই প্রশিক্ষণের লক্ষ্য ছিল সংবাদকর্মীদের নৈতিক মান বজায় রেখে এবং দুর্যোগ কবলিত এলাকায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার সাথে সাথে দুর্যোগ সম্পর্কে কার্যকরভাবে রিপোর্ট করার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা।

প্রশিক্ষণে দুর্যোগ সাংবাদিকতা, দুর্যোগ সাংবাদিকতায় বিভ্রান্তি এবং নৈতিকতা, দুর্যোগ এলাকার জন্য প্রস্তুতি এবং এলাকার সংবাদকর্মীদের নিরাপত্তা, সেই সাথে দুর্যোগ কবলিত এলাকায় বিভ্রান্তি এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের গুরুত্ব ও কৌশল অন্তভুক্ত ছিল। এছাড়ার ছিলো ট্রমা ও স্ট্রেস ম্যানেজমেন্ট, প্রাথমিক চিকিৎসা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন।

বিভিন্ন সেশনের প্রশ্নোত্তর পর্ব ও আলোচনায় অংশ নিয়ে ফারুকে আযম বলেন, বাংলাদেশ প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ প্রধান দেশ, প্রতিবছর নানা ধরেনের দুর্যোগ মোকাবিলা করতে হয়। যার মধ্যে অনেক দুর্যোগ শেষ হয়ে গেলেও তার প্রভাব মোকাবেলা করতে হয় দীর্ঘ দিন, ঘুর্ণিঝড়, সিডর বা আয়লার কথা বিশেষ ভাবে উল্লেখ করা যায়। এছাড়া বাংলাদেশ ভুমিকম্পের ঝুকিতে রয়েছে যা ঘনবসতি পুর্ণ এই দেশের জন্য বিপর্যয়কর হবে এজন্য বস্তনিষ্ট সংবাদ পরিবেশ এর পাশাপাশি জনসচেতনতামূলক নানা ধরনের ফলোআপ রিপোর্ট, ডুকুমেন্টারি ও অনুষ্ঠান নির্মাণের প্রয়োজন।

ফারুকে আযম বিভিন্ন দুর্যোগে লাইভ ইভেন্ট, সচেতনামুলক আলোচনা অনুষ্ঠানের আয়োজনের পাশপাশি তিনি সম্প্রতি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে ভূমিকম্প প্রতিরোধে করণীয় এবং ভূমিকম্প সহনশীল ভবন স্থাপনা নির্মণ কৌশল, অগ্নী নিরাপত্তা ব্যবস্থা সহ বিভিন্ন দুর্যেোগ মোকাবেলায় করণীয় বিষয়ে অনুষ্ঠান নির্মাণ করছেন।

প্রশিক্ষণের বিভিন্ন অংশে সম্প্রতি তুরষ্কে ঘটে যাওয়া ভুমিকম্পে সংবাদকর্মীদের ভুমিকা, অভিজ্ঞতা শেয়ার করা হয়।

প্রশিক্ষণের অন্যতম গুরুপূর্ণ উদ্দেশ্য ছিল দুর্যোগপ্রবণ দেশগুলোর সংবাদকর্মীদের নিজেদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি এবং নিজেদের অভিজ্ঞতা বিনিময় যাতে ভবিষ্যতে একসাথে বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপুর্ণ সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

উল্লেখ্য, ১৯৯২ সালে তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিকা প্রতিষ্ঠার পর থেকে সীমানা, সংস্কৃতি বা ধর্ম নিবিশেষে প্রয়োজনে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে তুরস্ক সরকারের প্রধানমন্ত্রীর অধীনে এই সরকারী সংস্থাটি ৬০ টি দেশে ৬২টি প্রোগ্রাম সমন্বয়ং অফিসের মাধ্যমে ১৫০টি দেশে শান্তি, উন্নয়ন এবং মানবিক সহয়তা নিয়ে কাজ করছে।

Digester Journalism Training in Turkey 2023_Image 2
আনকারার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন ১৬ দেশের সংবাদকর্মীরা

টিকা ২০১৪ সাল থেকে বাংলাদেশ সরকারের সাথে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান সহ নানা প্রকল্পে কাজ করে আসছে।

প্রশিক্ষণের মাঝে সংবাদকর্মীরা আনকারার বিভিন্ন দর্শনীয় স্থান আনকারা ক্যাসেল, আনিতকাবির, সেন্ট্রাল লাইব্রেরি ঘুরে দেখেন।

প্রশিক্ষণ প্রোগ্রামে উল্লেখযোগ্য দেশের মধ্যে ছিল ক্রোয়েশিয়া, কাজাখাস্তান, কিরগিস্তান, কসোভো, সেনেগাল, সোমালিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *