তুরস্কের সুইডিশ কনস্যুলেটে বন্দুক হামলা

সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের ইজমির প্রদেশে অবস্থিত সুইডেনের কনস্যুলেটে মঙ্গলবার (১ আগস্ট) বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এক কর্মী আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। ঠিক কী কারণে এই এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।

বুধবার (২ আগস্ট) বার্তাসংস্থা রযটার্স ও সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইজমিরে সুইডেনের অনারারি কনস্যুলেটে সশস্ত্র হামলায় একজন তুর্কি কর্মচারী গুরুতর আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রদেশটির স্থানীয় গভর্নরের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ইজমিরের কনক জেলায় একজন ‘মানসিক প্রতিবন্ধী’ ব্যক্তি এই হামলা চালান।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, সুইডেনের অনারারি কনস্যুলেটের বাইরে হামলাটি হয়েছিল। হামলায় আহত ওই কর্মচারী একজন নারী এবং তিনি কনস্যুলেটের কূটনৈতিক মিশনে সচিব হিসেবে কর্মরত। তার অবস্থা আশঙ্কাজনক বলে এতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে তুরস্কের আরেক সম্প্রচার প্রতিষ্ঠান হ্যাবের তুর্ক জানিয়েছে, হামলার এই ঘটনাটি ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে বিরোধের কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্যের তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, তুর্কি কর্তৃপক্ষ বন্দুকসহ হামলাকারীকে আটক করেছে এবং তদন্ত শুরু করেছে। সুত্র মেত, অনারারি কনস্যুলেটগুলো বিদেশে তাদের নাগরিকদের স্বার্থের প্রতিনিধিত্ব করে। তবে কোনও পেশাদার কূটনীতিক দিয়ে সেগুলো পরিচালনা করা হয় না।

এদিকে হামলার ঘটনার বিষয়ে আরও তথ্য পেতে সুইডিশ কনসাল জেনারেল বুধবার ইজমিরে যাবেন বলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, তারা ইস্তাম্বুলের কনস্যুলেট জেনারেল এবং তুরস্কে অবস্থানরত কর্মীদের সাথে ঘনিষ্ঠ আলোচনা করছে।

তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ তুঙ্ক মেসেজিং প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে হামলার নিন্দা করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

সুইডিশ কনস্যুলেট জেনারেল ইজমিরের অনারারি কনস্যুলেট এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *