তুরস্কের মতো এমন বন্ধু পাবে না যুক্তরাষ্ট্র : এরদোগান

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্ক-গ্রিস উত্তেজনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। তিনি বলেছেন, এমন আচরণে যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা হারাচ্ছে এবং আঙ্কারার মতো এমন বন্ধু তারা পাবে না।

সিএনএন তুর্কিকে দেয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেন, ন্যাটোভুক্ত সদস্য দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ আচরণ করছে না। গ্রিস ও তুরস্ক উভয়ই ন্যাটোর সদস্য। এবং জোটে সহযোগিতার দিক দিয়ে শীর্ষ পাঁচ দেশের মধ্যে রয়েছে তুরস্ক। তিনি বলেন, ন্যাটো সদস্য হিসেবে গ্রিস ও তুরস্কের মধ্যে কোনো তুলনা হয় না এবং ওয়াশিংটন আঙ্কারার মতো কোনো বন্ধু পাবে না।

এরদোগান বলেন, নিরস্ত্রীকৃত দ্বীপে যুক্তরাষ্ট্রের রণতরী পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, আমরা আশা করছি যুক্তরাষ্ট্র গ্রিসের ভুল কাজকে সমর্থন করবে না এবং কোনোভাবে আন্তর্জাতিক জনমতকে প্রভাবিত করার চেষ্টা চালাবে না।

তিনি আরো বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র সাইপ্রাস দ্বীপ অঞ্চলে গ্রিক প্রশাসনের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘সময় ও পরিস্থিতি বিবেচনায় এটি অগ্রহণযোগ্য’ বলেও মন্তব্য করেন তিনি।এরদোগান বলেন, এ পদক্ষেপের ‘কড়া জবাব দেয়া হবে’ এবং তুরস্ক সাইপ্রাস দ্বীপ অঞ্চলের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, এর আগে গ্রিসের দ্বীপ লেসবোসের দিকে ২৩ ট্রাক্টিকাল অস্ত্রে সজ্জিত একটি রণতরী এবং সামোসের দিকে ১৮ ট্রাট্ক্যিাল অস্ত্রে সজ্জিত একটি রণতরী যুক্তরাষ্ট্র থেকে আলেক্সজান্দ্রপলি বন্দরের দিকে পাঠানো হয়।

সূত্রের তথ্যানুসারে, যুক্তরাষ্ট্রের অর্থায়নে অস্ত্রগুলো দ্বীপটিতে পাঠানো হয়েছে। ন্যাটোভুক্ত দেশটির এমন আগ্রাসী কর্মকান্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী। সংস্থাভুক্ত দেশগুলোর এমন আন্তর্জাতিক আইন পরিপন্থী কর্মকান্ড ও প্রতিবেশী দেশের সাথে অবন্ধুত্বপূর্ণ আচরণ ‘কখনো গ্রহণযোগ্য’ হবে না বলে তখন হুঁশিয়ারি দিয়েছিল তুরস্ক।

সূত্র: ডেইলি সাবাহ

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *