প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার (২১ জুলাই ২০২৪) তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে তাদের নির্দেশনা দেন।
দেশে এখনও কারফিউ জারি আছে এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। দেশব্যাপী সহিংস সংঘাতে এ সপ্তাহে ১০০জনেরও বেশি মানুষ মারা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার জানিয়েছিলেন, বর্তমান মেয়াদের কারফিউর সময় রবিবার সকাল ১০টা থেকে বর্ধিত করে দুপুর ৩টা পর্যন্ত করা হয়েছে এবং দুই ঘণ্টা বিরতি দিয়ে আবার বিকাল ৫টা থেকে কারফিউ কার্যকর করা হবে এবং তা চলবে অনির্দিষ্ট কাল পর্যন্ত। – ভয়েস অব আমেরিকা