তিনি পূর্ণতা আশা করেন না, চান শুধু আন্তরিক চেষ্টা : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. ভাল কাজ করুন, এমনকি আপনি যেটিকে নগণ্য কাজ মনে করেন সেটিও। সর্বশক্তিমান সবকিছু দেখেন, শোনেন ও জানেন। তিনি এর জন্য আপনাকে পুরস্কৃত করবেন। মনে রাখবেন মানুষের বিপরীতে, তিনি ত্রুটি, ভুল ও সিস্টেমের ব্যর্থতার ঊর্ধ্বে। তিনি নিখুঁত কিন্তু তিনি আমাদের কাছ থেকে পরিপূর্ণতা আশা করেন না। শুধুমাত্র চান আন্তরিক প্রচেষ্টা।

দুই. এই জীবন একটি পরীক্ষা। এটিকে আপনার প্রতি পদক্ষেপে এভাবেই নিন । মনে রাখবেন, কিছুই স্থায়ী হয় না। ভাল দিন এবং কঠিন দিন থাকবে। সুতরাং কঠিন দিনগুলিকে ধ্বংস করতে দেবেন না আপনাকে। একইভাবে, ভাল দিনগুলি আপনাকে এতটা যেন বিভ্রান্ত করতে না পারে যাতে আপনি এই জীবনে আপনার উদ্দেশ্যটি ভুলে যান। ভারসাম্য বজায় রাখুন।

পুনশ্চঃ

এক. উদ্বিগ্ন হবেন না। ভাববেন না যে আমরা এখন যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি তার চেয়ে খারাপ পরিস্থিতিতে আর কেউ থাকতে পারে না। এটা মোটেই সত্যি না। আমরা যখন হতাশ ও নিরাশ বোধ করি তখন সর্বদা তাদের দিকে তাকাতে হবে যারা আমাদের চেয়ে অনেক বেশি খারাপ পরিস্থিতিতে আছেন।

দুই. দুঃখজনক সত্য হল আমরা সাধারণভাবে অধৈর্য। আমরা সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি এবং তাৎক্ষণিকভাবে তাঁর সাড়া আশা করি। অপেক্ষা করতে করতে ক্লান্ত বলে হাল ছেড়ে দেবেন না। তিনি তার সময় অনুযায়ী যা কিছু দেবার আপনাকে দেবেন। চালিয়ে যান এবং দৌড় শেষ করুন।

তিন. পরামর্শ দেওয়ার সময়, সহানুভুতিশীলতার সাথে দিন। ধৈর্যের সাথে আন্তরিকভাবে এটি করুন। আপনি অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান বা ভাল তা দেখানোর জন্য এটি করবেন না।

চার. আপনার কথা ক্ষত ও দাগ সৃষ্টি করতে পারে। কথা বলার সময় নিজের কথার প্রতিধ্বনি শুনতে শিখুন। আপনার চারপাশের লোকদের কথা না ভেবে অবিরাম এবং খুব জোরে কথা বলবেন না। সর্বদা সর্বশক্তিমানকে বলুন যাতে আপনি সঠিক সময়ে সঠিক কথাগুলো সঠিক সুরে বলতে পারেন, যাতে আপনি ভুল বোঝাবুঝির সম্মুখিন না হন।

পাঁচ. কেউ যদি কেবল তার প্রয়োজনের সময় আমাদের কাছে আসেন তখন আমরা হতাশ হই, এমনকি ক্ষুব্ধও হয়ে পড়ি। কিন্তু একবার ভাবুন, আমাদের সৃষ্টিকর্তার সাথে আমরা কেমন করছি।

ছয়. আপনার কথার প্রতি মনোযোগ রাখুন। সব সময় সত্য কথা বলুন। একটি মিথ্যার উদ্ঘাটন অত্যন্ত বেদনাদায়ক হতে পারে। কেউ একবার আপনার কাছে মিথ্যা কথা বললে তার প্রতি বিশ্বাস ভেঙে যায়। তার পরে আস্থা পুনর্নির্মাণ অত্যন্ত চ্যালেঞ্জিং হতে পারে। মহান আল্লাহ আমাদেরকে এ জাতীয় কাজ থেকে রক্ষা করুন এবং আমাদেরকে সর্বদা বিশ্বস্ত রাখুন!

সাত. সর্বশক্তিমান আমাদের সংগ্রাম সম্পর্কে জানেন। তিনি আমাদের কান্না দেখেছেন এবং আমাদের প্রার্থনা শুনেছেন। আমরা যে সর্বোত্তম আশা করতে পারি তা হ’ল এটি বিশ্বাস করা যে আমাদের পরিত্রাণ সন্নিকটে। খুবই কাছে। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। মনে রাখবেন, আমাদের এখন যা কিছু দুঃখ-দুর্দশা রয়েছে তা একেবারে ভুলে যাবো জান্নাতে চোখ রাখলে!

দ্রষ্টব্যঃ
আর ঘোষণা করে দাও, সত্য এসে গেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যার তো বিলুপ্ত হওয়ারই কথা। (সুরা বনি ইসরাঈল : ৮১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *