অনুবাদ মাসুম খলিলী:
এক. আপনার জীবনের ঝামেলাপূর্ণ লোকদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন। সমস্যাযুক্ত, ক্ষুদ্র যারা আপনাকে আটকে রাখার চেষ্টা করে এবং অস্বস্তি তৈরি করে। সর্বশক্তিমান তাদের বিষয়টি দেখুন। তিনি জানেন কিভাবে আপনার জীবন থেকে ভুল মানুষকে সরিয়ে দিতে হয় এবং সঠিক লোকেদের জীবনে আনতে হয়। তাঁর উপর বিশ্বাস রাখুন।
দুই. আপনার আয় কোথা থেকে আসছে সেদিকে খেয়াল রাখুন। যদি এটি অসৎ উপায় থেকে হয় তবে এর সাথে কোন আশীর্বাদ সংযুক্ত থাকবে না। আরও খারাপ হলো এটি ক্ষতি ও ফ্যাসাদ সৃষ্টি করতে পারে। সর্বদা সর্বশক্তিমানের কাছে আমাদেরকে উত্তম উৎস থেকে আয় এবং তা উপকারী ও ফলপ্রসূ উপায়ে ব্যবহার করার জন্য বলুন।
তিন. আসুন আমরা আজকের যে দিন তাকে পরিবর্তনের দিবসে রূপান্তরিত করি। আমাদের চারপাশের মানুষ এবং যা কিছু আছে তার প্রতি প্রতিক্রিয়া জানানোর উপায়টি পরিবর্তন করে এটি করুন। এ জন্য আমাদের প্রতিক্রিয়া জানানোর উপর নিয়ন্ত্রণ নিতে হবে। আমরা যে সিদ্ধান্ত নিই সে সম্পর্কে সচেতন হতে হবে। মনে রাখবেন, আমরা সবসময় কি পরিস্থিতি আসবে তা নির্ধারণ করতে পারি না, তবে আমরা কীভাবে প্রতিক্রিয়া জানাবো সেটি নিজেরা ঠিক করতে পারি।
চার. চারপাশে খুব বেশি হিংসা বিদ্বেষ চলছে। দুনিয়ায় এ নিয়ে শোরগোল না করে আপনার যা করার দরকার তাই করুন। সাফল্য শোরগোল করে আসে না। নীরবে কাজ করুন। আপনার পরবর্তী পদক্ষেপ বিশ্বকে জানানোর দরকার নেই। সর্বশক্তিমান তা জানেন এবং তিনিই একমাত্র, যিনি সবকিছু জানার যোগ্য।
পাঁচ. জীবনের উত্থান-পতন আছে। হতাশাকে গ্রাস করতে দেবেন না। এমনকি আমাদের জীবনের অন্ধকারতম সময়েও আমরা আসলে বেড়ে ওঠছি ঠিক যেমন ফুল ফোটার অপেক্ষায় থাকে। একসময় অন্ধকার ম্লান হয়ে যায় এবং সূর্যালোক উজ্জল করে তুলে সবদিক।
পূনশ্চঃ
এক. কঠিন দিন সবসময় থাকবে। অন্যের মসৃণ জীবন ও চলাচল দেখে কখনো বঞ্চনাবোধ করবেন না। জেনে রাখুন, আমরা সবাই উত্থান-পতনের মুখোমুখি হই। এটাই জীবন।
দুই. আপনি যা করেন তা ভাল অথবা খারাপ সবটাই আগে বা পরে আবার আপনার কাছে ফিরে আসে। আপনি পৃথিবীতে যা রেখে যাচ্ছেন তারই প্রতিফলন আপনি। আপনি প্রায়শই লোকদের ব্যবহার ও অপব্যবহার করেছেন, জীবনও আপনাকে ব্যবহার ও অপব্যবহার করবে। আপনি যদি ভাল কাজ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেন তবে আপনাকে পুরস্কৃত করা হবে। ইতিবাচক, সদয় এবং সহানুভূতিশীল হন।
তিন.সফলতা সর্বশক্তিমানের পক্ষ থেকে একটি পরীক্ষা। সাফল্য যখন তাদের পথে আসে তখন অনেকেই তাঁকে ভুলে যাওয়া সহজ মনে করেন। কিন্তু যদি আমরা মনে রাখি যে সাফল্য তাঁর কাছ থেকেই আসে, তখন কঠিন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হব এবং তিনি আমাদের আরও বেশি দেবেন।
চার.আপনাকে প্রশ্ন করার অনুমতি দেওয়া হয়েছে এবং আপনার চারপাশে যা কিছু চলছে তার উত্তর আপনার কাছে নেই। এটাই সর্বশক্তিমানের কাজ। সর্বদা তাঁর কাছে প্রার্থনা করুন। ভাল ও খারাপ সব সময়ে। তিনি সর্বদা আপনার জন্য আছেন। তিনি আপনার আলোর উৎস। আপনার নিজের ভার নিজেকে বয়ে বেড়ানোর প্রয়োজন হবে না।
পাঁচ.দুর্ঘটনাক্রমে কোনো কিছুই হয় না। সর্বশক্তিমান আমাদের জন্য প্রতিটি পদক্ষেপের পরিকল্পনা করেন জীবনের পাঠ শিখতে। তাকে বিশ্বাস করুন; চলতে থাকুন। শেষ হাসিটি আপনিই হাসবেন!
দ্রষ্টব্যঃ
সেদিন (কিয়ামতের দিন) যে ব্যক্তি থেকেই তা (জাহান্নামের শাস্তি) দূর করে দেওয়া হবে তার প্রতি আল্লাহ বড়ই দয়া করলেন। আর সেটাই স্পষ্ট সফলতা। (সূরা আনআম : ১৬)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট