তিনি আপনার পুরো জীবনের গল্প লিখেছেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. বরকতময় রমজান। বছরের সেরা মাস! এটি উপবাস, প্রার্থনা, উন্মোচন, ক্ষমা, দয়া, উদারতা, শান্তি, সমর্পন, ভ্রাতৃত্ব, নম্রতা, সহানুভূতি, দাতব্য, সুখ, অভ্যাস গড়ে তোলা, সততা, অনুতাপ, তেলাওয়াত, সর্বশক্তিমানের স্মরণ এবং তাঁর সাথে পুনরায় সংযোগের মাস।

দুই. উদ্বেগ ছেড়ে দিন। প্রার্থনা শুরু করুন। আপনি শান্তি অনুভব করবেন। দেখবেন আপনার উপর স্বস্তি নেমে এসেছে। আপনার যা প্রয়োজন তা তাঁকে বলুন। তাঁর উপর আস্থা রাখুন। মানুষের কাছে আপনার সমস্যার কথা বলার চেয়ে এটিই ভাল। সবকিছুর জন্য তাঁকে ধন্যবাদ জানান। একটু একটু করে, আপনার সৃষ্টিকর্তার সাথে সংযোগ তৈরি করা শুরু করুন।

তিন. দুঃখের দিন এবং সুখের দিন থাকবে। হতাশ হবেন না। যখন জীবন কঠিন হয়ে যায়, তখন মনে রাখবেন কিছুই স্থায়ী হয় না। আপনি আগে ভাল দিন ছিল, আপনি তাদের আবার পাবেন. চলতে থাকুন।

চার. আপনার বিশ্বাস করার ক্ষেত্রে সমস্যা আছে? আপনি কি মনে করেন যে সর্বশক্তিমান আপনার প্রার্থনার উত্তর দেবেন না? তিনি আপনাকে এতদূর নিয়ে এসেছেন। আপনি কি মনে করেন তিনি আপনাকে পরিত্যাগ করবেন? তিনি আপনার পুরো জীবনের গল্প লিখেছেন। দৃঢ় বিশ্বাসের সাথে এগিয়ে যান এবং পরবর্তী অধ্যায়ে বিশ্বাস করুন কারণ আপনি জানেন এর লেখক কে।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান। আমাদের অস্থির হৃদয় শান্ত করুন। শান্তি ও প্রশান্তি আবার রাজত্ব করুক। আমাদের চারপাশে এত বেশি হৈ চৈ এবং সংশয় রয়েছে যে বিভ্রান্ত হওয়া এবং ফোকাস হারানো সহজ। অনেক অকেজো জিনিস আমাদের মনোযোগ চায়। আমাদের পথ দেখান। আমাদের বিশ্বাসে দৃঢ় রাখুন; সবসময় আপনার কাছাকাছি রাখুন! আমীন।

দুই. আপনি কি জিনিসগুলি পরিবর্তন করতে চান? তবে আপনার মানসিকতার পরিবর্তন করুন। আপনার মন পরিবর্তন না হওয়া পর্যন্ত বেশিরভাগ জিনিস কখনই বদলাবে না! ইতিবাচকতাকে আলিঙ্গন করুন। শয়তান বা অন্য কাউকে আপনার মনের মধ্যে গোলমাল বাধাতে দেবেন না। আপনার লক্ষ্যের প্রতি নজর রাখুন এবং এ জন্য কাজ করুন। সর্বশক্তিমান কখনই বলেননি যে এটি সহজ কাজ হবে, তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এটি আপনার জন্য অনেক মূল্য বয়ে আনবে!

তিন. ভালো চিন্তা ভাবনা করুন। ভালো কাজ করতে থাকুন। কিন্তু আজ অনেকের জন্য এটা কঠিন হতে পারে যারা যে কারো চেয়ে নিজেকে পবিত্র ভাবার মনোভাব পোষণ করে এবং ক্রমাগত অন্যদের বিচার করতে থাকে। ভুলে যাবেন না যে, আপনি যাকে তুচ্ছ করে দেখেছেন সেই ব্যক্তিই হতে পারে যে তার আন্তরিক হৃদয়ের কারণে আপনার আগে জান্নাতে যাবেন।

চার. সর্বশক্তিমান জানেন আপনার কী প্রয়োজন এবং কখন আপনার প্রয়োজন। তাই এখন প্রতিটি বন্ধ দরজার জন্য তাঁকে ধন্যবাদ দিন কারণ তিনি হয়তো পরে এটি খুলতে পারেন। তাঁকে বিশ্বাস করুন কারণ তাঁর পথই সর্বোত্তম।

পাঁচ. আপনি বোঝা একা একা বহন করতে চাইছেন না। সর্বশক্তিমান সর্বদা আপনার উপরে নজর রাখেন। তিনি আপনার পক্ষে যুদ্ধে লড়াই করবেন এবং তিনি আপনাকে দেখবেন। আপনি যথাসাধ্য চেষ্টা করুন এবং তাঁর উপরে পূর্ণ আস্থা রাখুন। এ সম্পর্কে খারাপ অনুভব রাখবেন না। তাঁকে আপনার বোঝা সমর্পন করুন এবং আপনি যে শান্তির অনুসন্ধান করছেন তা তিনি আপনাকে দেবেন!

ছয়. আপনার চারপাশের যে মানুষ এবং পরিস্থিতি তা আপনাকে নিচে নামানোর চেষ্টা করতে পারে। তবে চিন্তা করবেন না; সর্বশক্তিমান সর্বজ্ঞ। তিনি জানেন কী করতে হবে। তিনি জানেন যে, কার মন্দ উদ্দেশ্য রয়েছে; কে আপনাকে সাহায্য করার চেষ্টা করছে এবং আপনার প্রতি একটি হাত বাড়িয়ে দেবে! তিনি আপনার জীবনে মানুষকে বিভিন্ন উদ্দেশ্যে রাখেন। তাঁর উপর আস্থা রাখুন!

সাত. সর্বশক্তিমান। জীবনের সমস্ত চ্যালেঞ্জ যা আপনি আমাদের পথে প্রেরণ করেন তা যেন আমাদের বিভ্রান্ত না করে। ঘটনার মোড়কে আমরা যেন বিভ্রান্ত ও নিরুৎসাহিত না হই এবং বিপর্যয়ের মুখেও যেন সবসময় অবিচল থাকি। আমরা জানি আমরা কখনই একা নই। আপনি আমাদের গাইড করছেন। এখন এবং সারাজীবন। আমীন।

দ্রষ্টব্যঃ

পৃথিবীতে দম্ভভরে (অহংকারের সঙ্গে) পদচারণা করো না। নিশ্চয় তুমি তো ভূ-পৃষ্ঠকে কখনই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনই পর্বত প্রমাণ হতে পারবে না।’ (সূরা বনি ইসরাঈল:৩৭)

তুমি তোমার চলনে মধ্যপন্থা অবলম্বন কর এবং তোমার কণ্ঠস্বর নীচু কর; স্বরের মধ্যে গাধার সবরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। (সূরা লোকমান:১৯)

যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয়- এদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। (সূরা বনি ইসরাঈল:৩৬)

হে প্ৰশান্ত আত্মা! তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। আর আমার জান্নাতে প্ৰবেশ কর। (সূরা আল ফজর:২৭-৩০)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *