তিতুমীর কলেজে ছাত্রদলের ফ্রি ওয়াইফাই সেবা চালু বাংলাদেশ সাম্প্রতিক সেপ্টেম্বর ২৯, ২০২৫সময় সংবাদLeave a Comment on তিতুমীর কলেজে ছাত্রদলের ফ্রি ওয়াইফাই সেবা চালু শেয়ার করুনতিতুমীর কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নেতা নোবেল ইসলাম সূর্য’র উদ্যোগে চালু হলো ফ্রি ওয়াইফাই সেবা। “আমার বাংলাদেশ” নামে এই সেবাটি কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের নিচতলায়, গেটের পাশে স্থাপন করা হয়েছে।