তার সাথে থাকুন যিনি আপনার জীবনে সেরা কিছু আনেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি যখনই এমন কাউকে খুঁজে পান যিনি আপনার মধ্যে সেরা কিছু আনেন, তেমন ব্যক্তিদের সাথে সংযুক্ত থাকুন! তারা এই সময়ে বিরল ধরনের মানুষ। আজ, অনেকেই অন্যকে নিচে নামিয়ে আনতে ব্যস্ত। সাধারণ লোকেরা তা করে না। এটি তাদের এক ধরনের নিরাপত্তাহীনতা যার জন্য তারা নিজের মধ্যে আত্মবিশ্বাসবোধ আনতে অন্যকে নীচে নামানোর অজুহাত তৈরি করতে চায়।

দুই. আপনার হৃদয়ে ভার অনুভব হচ্ছে? আপনার অন্তর কি তা থেকে বেরোনোর আর কোন উপায় দেখছে না? এ সময় সর্বশক্তিমানকে আরো বেশি বিশ্বাস করতে হবে এবং তাঁর উপরে আরও বেশি নির্ভর করতে হবে। শয়তানের নেতিবাচক ধারণাকে স্বাগত জানাবেন না। এর উপরে ওঠুন। এটি সহজ হবে না, তবে আপনাকে অবশ্যই এটি করতে হবে। পরম ধৈর্য ধারণ করুন। তিনি আপনাকে একটি উপায় দেখাবেন।

পূনশ্চঃ

এক. আমরা যা পেতে চাই তার কোন শেষ নেই; ভালো গাড়ি, বড় বাড়ি, ভালো চাকরি, আরও টাকা। এই তালিকা অন্তহীন। এক মুহূর্ত থামুন এবং চিন্তা করুন। এসব কি সত্যিই আমাদের খুশি করবে? সর্বশক্তিমানের কাছে বলুন যা ভাল তা মঞ্জুর করতে। আপনার সবচেয়ে বেশি যা প্রয়োজন তা পেতে তার উপর আস্থা রাখুন।

দুই. অনেক কারণ আপনার হৃদয়ের শান্তিকে প্রভাবিত করতে পারে। এটি সহজ নয়, তবে আপনাকে এটি করার একটি উপায় খুঁজে বের করতে হবে। সর্বশক্তিমানের সঙ্গে সংযোগ তৈরি করুন। আপনি যখন মনে করেন আপনার সেরাটা করেছেন তখন তাঁকে বাকি দায়িত্ব নিতে দিন। আপনি দেখতে পাবেন প্রতিটি সূর্যোদয় আরও নতুন প্রতিশ্রুতি নিয়ে আসছে; প্রতিটি সূর্যাস্ত নিয়ে আসছে আরও প্রশান্তি।

তিন. নিজের প্রতি একটি উপকার করুন। অতিরিক্ত চিন্তা থেকে আপনার মনকে রক্ষা করুন। অতিচিন্তা একটি অক্ষমতা, যা কোন উদ্দেশ্য পূরণ করে না। আপনার নিজের চিন্তাভাবনার সুরক্ষা দরকার। এই পৃথিবীতে এমন কিছু নেই যা আপনাকে আপনার নিজের দুশ্চিন্তার চেয়ে বেশি কষ্ট দিতে পারে।

চার. আপনি পড়ে যাবেন। আপনি ভুল করবেন। তবে এটি আপনার মূল্যকে কোনভাবে কমাবে না। আবার উঠে দাঁড়ান। সময় বেশ কঠিন। অনেকে অসুস্থ। অন্য অনেকে তাদের চাকরি ইত্যাদি হারিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে সর্বশক্তিমান এ সব নিয়ে অসচেতন। তিনি সবসময় আপনার জন্য কাছে আছেন। তাঁকে ডাকুন। আপনি যখন ডাকেন প্রার্থনা করেন তখন তিনি এটাকে ভালবাসেন।

পাঁচ. আপনি যখন অভাবগ্রস্ত লোকদের দেন, তখন দাম্ভিকতা দেখাবেন না অথবা এ বিষয়ে কথা বলবেন না। হৃদয় থেকে সহায়তা করুন, তাদের সাথে ভিখারির মতো আচরণ করবেন না। এটাই মানুষের মর্যাদা।

ছয়. আপনি কি অভ্যন্তরীণ শান্তি ও নির্মলতা চান? সর্বশক্তিমানের প্রতি মনোনিবেশ করুন। তাঁকে আপনার জীবনের একটি অংশ করুন। প্রতিদিন, যখন বিপর্যয় ঘটে শুধু তখন নয়। আর কিছুই আপনাকে এতোটা বাড়তি অনুভূতি দেবে না যা অনেকে পার্থিব বিষয়ের মাধ্যমে অনুসন্ধান করছে। আপনি অন্য কোন মতে শান্তির অনুভূতি অর্জন করবেন না!

দ্রষ্টব্যঃ

তোমরা কল্যাণমূলক ও খোদাভীরুতার কাজে পরস্পর সহযোগী হও, মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরের সহযোগী হয়ো না। (সূরা মায়েদা: ২)

হে বিশ্বাসীগণ! আল্লাহকে ভয় কর, তাঁর নৈকট্য লাভের উপায় অম্বেষণ কর এবং তাঁর পথে সংগ্রাম কর, যাতে তোমরা সফলকাম হতে পার। (সূরা মায়িদা: ৩৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *