তাদের চক্রান্ত আপনার ক্ষতি করতে পারবে না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. এমন কিছু লোক আছে যারা ভালো জিনিস আপনার পথে এলে মন খারাপ করে। কিন্তু আপনার ক্ষতি হলে তারা আনন্দিত হয়। তাদের প্রতি ধৈর্য দেখান। তাদের চক্রান্ত আপনার ক্ষতি করবে না। সর্বশক্তিমানই সর্বোত্তম পরিকল্পনাকারী।

পূনশ্চঃ

এক. আমরা সবাই ভুল করি। এর কোন ব্যতিক্রম নেই। আমরা যাদের সাথে কাজ করছি তারা যা করছেন তা নতুন হতে পারে, তাদের এটি ভালো না লাগতে পারে, অথবা তারা ব্যক্তিগত সমস্যা মোকাবেলা করে থাকতে পারেন এবং চালিয়ে যাওয়ার জন্য তারা তাদের যথাসাধ্য চেষ্টা করতে পারেন। তাদের এটি সঠিকভাবে করতে সুযোগের অবকাশ দেওয়া ছোট হলেও প্রয়োজন হতে পারে।

দুই. প্রার্থনা করতে থাকুন। যারা আপনাকে ভালোবাসে তাদের জন্য প্রার্থনা করুন। যারা আপনাকে ঘৃণা করে তাদের জন্য প্রার্থনা করুন। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করে তাদের জন্যও প্রার্থনা করুন।

কেন? কারণ প্রার্থনা হল সবচেয়ে মূল্যবান উপহার যা আপনি কাউকে দিতে পারেন এবং একটি ভাল প্রার্থনা তাদের হৃদয়কে নরম করতে পারে আর তাদের সুপথে পরিচালিত করতে পারে। আপনার জন্য অপেক্ষা করছে এমন পুরষ্কারগুলির কথা কল্পনা করুন।

তিন. এটি কোনও সাধারণ সময় নয়। আমরা এমন এক সময়ে বেঁচে আছি যখন আমাদের দৃঢ ও দ্বিধাহীন বিশ্বাস থাকতে হবে যে সর্বশক্তিমান আমাদের একমাত্র ভরসা ও আশ্রয়স্থল। ভয়াবহ গতিতে এত কিছু এখন ঘটছে যে ফোকাসহারা হওয়াটা স্বাভাবিক। হতাশ হবেন না। নিজের উপর চাপ নেওয়া বন্ধ করুন। সর্বশক্তিমান জানেন যে তিনি কী করছেন! তাঁকে বিশ্বাস করুন দৃঢভাবে!

চার. আপনি চলা অব্যাহত রাখতে কি ক্লান্তি অনুভব করছেন? আপনি কি ভাবছেন যে সর্বশক্তিমান আসলেই আপনার প্রার্থনা শুনছেন কিনা! এ জাতীয় চিন্তাভাবনাকে আপনার মনের উপর মেঘ সৃষ্টি করতে দেবেন না। এটি শয়তানের কাজ। আপনাকে শক্তিশালী করতে আর্জি জানান আপনার সৃষ্টিকর্তার কাছে। আপনার আশা জাগিয়ে রাখতে তাঁর কাছে প্রার্থনা করুন। তার কাছে চান যেন তিনি আপনার কাছে ভালো ভবিষ্যতের সংকেত প্রেরণ করেন। শুধু তাঁকেই বলুন, চান তাঁর কাছেই।

পাঁচ. সর্বশক্তিমান। আপনি আমাদের অগণিত কৃপা করেছেন তার জন্য যে আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে গিয়েছি সে জন্য ক্ষমা করুন। আমাদের হৃদয় যেন কৃতজ্ঞতায় পূর্ণ হয়। জীবন অনেক কঠিন হতে পারে আর আমরা আমাদের মাথাকে পানির উপরে জাগিয়ে রাখতে লড়াই করতে পারি। যখন আমরা কোনও উপায় দেখি না তখন বিশ্বাস, আশা এবং ধৈর্য বেছে নিতে আমাদের সহায়তা করুন।

দ্রষ্টব্য:

সে ভ্রু কুচকালো এবং মুখ ফিরিয়ে নিলো। কারণ তার কাছে অন্ধ লোকটি এসে পড়েছিল। তুমি জানলে কীভাবে, হয়ত সে পরিশুদ্ধ হতো? অথবা হয়ত সে উপদেশ গ্রহণ করতো এবং সেই উপদেশ তার উপকারে আসতো? আর যে কিনা নিজেকে প্রয়োজনমুক্ত মনে করে, তার জন্য তুমি কত চেষ্টা করছিলে। অথচ সে নিজেকে না শোধরালে তোমার কোনোই দায় নেই। আর যে কিনা তোমার কাছে ছুটে আসলো আল্লাহর ভয়ে, তুমি তার ব্যাপারে অনীহা প্রকাশ করলে? কখনোই যেন এমনটা না হয়! নিঃসন্দেহে এটা এক মহান উপদেশ বাণী। কাজেই, যে চাইবে সে এর থেকে উপদেশ নিতে পারে। অত্যন্ত সম্মানিত গ্রন্থে এটা লেখা আছে, যা সুউচ্চ, অত্যন্ত পবিত্র। এমন লেখকদের হাতে, যারা সম্মানিত, পুণ্যবান।

ধ্বংস হয়ে যাক মানুষ, সে কতই না অকৃতজ্ঞ! কীসের থেকে তিনি এদের সৃষ্টি করেছেন? শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে সুপরিমিত করেছেন। এরপর তার জন্য পথ সহজ করেন। তারপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরায় জীবন দেবেন।

কিন্তু না! এখনো মানুষ আল্লাহর আদেশ পূরণ করলো না! তাহলে মানুষ যেন তার খাদ্য নিয়ে ভেবে দেখে। আমিই প্রচুর পানি বর্ষণ করি। তারপর ভূমিকে বিদীর্ণ করি। তারপর তার মধ্যে শস্য উৎপন্ন করি— আঙ্গুর, শাকসবজি, যায়তুন, খেজুর, ঘন গাছে ভরা বাগান, ফলমূল এবং গবাদি খাদ্য — তোমাদের এবং তোমাদের পশুদের ভোগের জন্য।

তারপর যখন সেই কান-ফাটা বিকট আওয়াজ এসে পড়বে। মানুষ সেদিন ছুটে পালাবে তার ভাই-এর কাছ থেকে, তার মা’র কাছ থেকে, তার বাবা’র কাছ থেকে, তার সহধর্মীনী এবং সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজের পরিণতির চিন্তায় বাকি সব ভুলে যাবে। সেদিন অনেকের চেহারা হবে উজ্জ্বল। হাস্যোজ্জ্বল, আনন্দিত। আর সেদিন অনেকের মুখ মলিনতায় ঢেকে থাকবে। কালিমায় আচ্ছন্ন। এরা হচ্ছে সত্য অস্বীকারকারী চরম অবাধ্য। (সূরা আবাসা : ১-৪২)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *