তাইওয়ান দখলের হুমকি চীনের

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তাইওয়ান দখল করে নেওয়ার হুমকি দিয়েছে চীন। গতকাল বুধবার চীনা মন্ত্রিসভার দপ্তর এক বিবৃতিতে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের হুমকি দেয়। তাইওয়ানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়ার মধ্যে চীন এমন ইঙ্গিত দিল। এদিকে তাইওয়ানও চীনা হামলা মোকাবিলায় সামরিক মহড়া চালাচ্ছে।

তাইওয়ান দখল করতে চায় চীন : সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার হুমকি দেওয়া হচ্ছে। চীনা মন্ত্রিসভার তাইওয়ান সংক্রান্ত দপ্তর গতকাল বুধবার এক বিবৃতিতে এমন সম্ভাবনার কথা বলেছে। প্রায় এক সপ্তাহ ধরে তাইওয়ানের চারপাশে জোরালো সামরিক তৎপরতা চালিয়ে এবং সে দেশের স্থল ও জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও রণতরি প্রবেশ করিয়ে বেইজিং বেদখলের আশঙ্কা মোটেই উড়িয়ে দিচ্ছে না। তবে বিবৃতিতে ‘শান্তিপূর্ণ’ পথে পুনরেকত্রিকরণের ইচ্ছাও প্রকাশ করা হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের শক্তি প্রদর্শনের ফলে ব্যবসা বাণিজ্যেরও প্রবল ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাপী পণ্য ও যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশ এমন বিঘ্নের ফলে দুশ্চিন্তা প্রকাশ করে চীনের কড়া সমালোচনা করেছে। অন্যদিকে চীন আমেরিকার আচরণের প্রতিবাদে সে দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সমুদ্রপথে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে চলমান সংলাপ থেকে সরে এসেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মার্কিন স্পিকার পেলোসির সফরের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা বৈধ।

তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ মঙ্গলবার চীনা সেনাবাহিনীর মহড়ার ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেছেন, যে বেইজিং আসলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমের বড় অংশের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। পূর্ব ও দক্ষিণ চীন সাগরের পাশাপাশি তাইওয়ান প্রণালির ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে চীন গোটা অঞ্চল অবরোধ করতে পারে বলে উ মনে করেন। সে ক্ষেত্রে তাইওয়ানের ওপর চীন হামলা চালালে আমেরিকা ও সহযোগিরা সহায়তা করতে পারবে না। অনির্দিষ্টকালের জন্য তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালিয়ে চীন এমনই প্রস্তুতি চালাচ্ছে বলে পররাষ্ট্রমন্ত্রী মনে করছেন।তাইওয়ানেরও সামরিক মহড়া : মঙ্গল ও বৃহস্পতিবার সামরিক মহড়া চালিয়ে তাইওয়ানের সেনাবাহিনী সম্ভাব্য চীনা হামলা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী শুধু মঙ্গলবারই চীনের দশটি রণতরি এবং ৪৫ যুদ্ধবিমান তাইওয়ান ও সংলগ্ন এলাকায় শনাক্ত করা গেছে। এর মধ্যে ১৬টি বিমান তাইওয়ান প্রণালির ‘মেডিয়ান লাইন’ লঙ্ঘন করেছে।

চারিদিকে চীনা সামরিক বাহিনীর মহড়া সত্ত্বেও তাইওয়ান তার পরিকল্পনা থেকে সরে আসেনি। বার্ষিক ‘হান কুয়াং’ মহড়ার আওতায় ‘তিয়েন লেই ড্রিল’ নামে পরিচিত এই মহড়ায় সম্ভাব্য চীনা হামলা প্রতিহত করার নানা কৌশল পরখ করে দেখা হচ্ছে। বিশেষ করে চীনা বাহিনী যদি তাইওয়ানের উপকূলে এসে দেশে প্রবেশ করার চেষ্টা করে, সেই পরিকল্পনা বানচাল করার সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তাইওয়ানের বাহিনী। সেই ‘অ্যান্টি ল্যান্ডিং এক্সারসাইজ’-এর আওতায় অন্যান্য কৌশলও নিতে চায় সে দেশ।

তাইওয়ানের সূত্র অনুযায়ী চীনা বাহিনীর কোনো যুদ্ধবিমান বা রণতরি তাইওয়ানের ১২ নটিকাল মাইলের মধ্যে প্রবেশ করেনি। তবে চীনা সেনাবাহিনীর প্রকাশিত ভিডিওতে এক যুদ্ধবিমানের ককপিট থেকে তাইওয়ানের উপকূল ও পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। চীন এমনকি রাজধানী তাইপের ওপর দিয়ে ব্যালাস্টিক মিসাইলও নিক্ষেপ করেছে। মঙ্গলবার চীনা বাহিনী সাবমেরিন প্রতিহত করার মহড়া সম্পর্কে আরো তথ্য প্রকাশ করেছে।

সূত্র: ডয়চেভেলে ও রয়টার্স

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *