তাঁর পরিকল্পনাগুলি সর্বোত্তম : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি যদি বিশ্বজগতের প্রভুর উপর আপনার আস্থা রাখেন, তবে তিনি আপনাকে সেদিকে পাঠাবেন যা আপনার জন্য নয়। আপনার পরিকল্পনাগুলি কার্যকর নাও হতে পারে তবে তাঁকে বিশ্বাস করুন কারণ তাঁর পরিকল্পনাগুলি সর্বোত্তম৷

পূনশ্চঃ

এক. আপনার সময়কে বিজ্ঞতার সাথে ব্যবহার করতে শিখুন এবং সর্বশক্তিমানের নিকটবর্তী হন। মাঝরাতে সবাই যখন ঘুমাচ্ছেন তখন আপনি প্রার্থনা করতে উঠে সর্বশক্তিমানকে বলছেন যে তিনিই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, শেষ পর্যন্ত আমরা সবাই তাঁর কাছে ফিরে যাব। সুতরাং আমাদের আখেরাতের সৌধ গড়ে তোলায় মনযোগী হতে হবে।

দুই. আপনার হতাশা যেন আপনাকে দু:খ ভারাক্রান্ত করে না তুলে। এর চেয়েও জীবনে আরও বেশি কিছু আছে। আপনার দৃষ্টিভঙ্গিকে নিয়ন্ত্রণ করুন। এটা দেখায় যে আপনি কতটা পরিপক্ক।

তিন. আপনি এখনও যা চান এবং নিজের জন্য ব্যবহার করেন তাই দান করুন। শুধু ফেলে দেওয়া, অবশিষ্টাংশ ইত্যাদি দেবেন না৷ আপনি এখনও যা চান এমন জিনিসগুলির দান করতে যদি সক্ষম হন তবে আপনি সত্যই উদার হৃদয়ের প্রমাণ রেখেছেন৷

চার. সবকিছু শেষ পর্যন্ত কাজ করতে যাচ্ছে। এটা আবার পাঠ করুন। আপনাকে সর্বশক্তিমানের উপর আস্থা রাখতে হবে। আপনার হৃদয়কে উদ্বিগ্ন না হতে বলুন। আপনি যথাসাধ্য চেষ্টা করুন এবং বাকিটা তাঁর কাছে হস্তান্তর করুন। অতিরিক্ত চিন্তা করবেন না এবং আপনার মাথায় জায়গা দেবেন না ফিসফিসানিকে।

পাঁচ. আপনি ভাল করছেন দেখে যারা সুখি হন তাদের সাথে বন্ধুত্ব করুন। তারা আপনার বিজয়কে লালন করে এবং আপনাকে সমর্থন করে। যখন জিনিসগুলি আপনার জন্য ভালো কাজ করে তখন তারা উল্লসিত হয়। তারা আপনার মতামত এবং লক্ষ্যকে শেয়ার করে। এই জাতীয় লোকদের আপনার একান্ত বলয়ে রাখুন। তাদের সংখ্যা কম হলেও তাতে কিছু মনে করবেন না। সংখ্যার চেয়ে গুণের দাম বেশি!

ছয়. যারা আপনাকে ভিলেনের মতো দেখতে ও তুলে ধরতে তাকিয়ে আছেন তাদের সম্পর্কে সচেতন হন। তারা কখনই পুরো গল্পটি বলে না, কেবলমাত্র সেই অংশই তুলে ধরে যা আপনাকে খারাপভাবে দেখায়। তাদের একটি এজেন্ডা রয়েছে এবং তারা এর শেষ পর্যন্ত যাবে। তাদের ভুল প্রমাণ করার চেষ্টা বন্ধ করুন। তাদের নাটকে অংশ গ্রহণ করবেন না। সর্বশক্তিমান আপনার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণ করবেন!

সাত. সোশ্যাল মিডিয়ার হিংসা বাস্তব একটি বিষয়। এখানে লোকেরা কেবল তাদের সেরা মুহূর্তগুলি শেয়ার করে নেয়। তাদের সোশ্যাল মিডিয়ায় উপস্থিতির পুরো লক্ষ্য যেন হিংসাকে আমন্ত্রণ জানানো। এটা বিপদজনক। আপনি চেষ্টা করুন এবং এটিকে বাস্তবতার মধ্যে রাখুন। অগভীর এবং বস্তুবাদী হবেন না। সোশ্যাল মিডিয়ার পরিবর্তে বাস্তব জীবন নিয়ে বেশি ব্যস্ত হয়ে উঠুন!

দ্রষ্টব্যঃ

তোমরা ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি এবং দেখি।’ (সুরা ত্বহা : আয়াত ৪৬)

আপনার পালনকর্তা শিগগিরই আপনাকে এতা দান করবেন, অতপর আপনি সন্তুষ্ট হবেন।’ (সুরা দোহা : আয়াত ৫)

আর তোমরা হতাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।’ (সুরা ইমরান : ১৩৯)

আমিও কৌশল অবলম্বন করি। মূলতঃ আল্লাহই হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী’ (সুরা ইমরান : আয়াত ৫৪)

যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন।’ (সুরা তালাক : আয়াত ৩)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *