অনুবাদ: মাসুম খলিলী
এক. আপনি সর্বশক্তিমানকে যত কাছে পাবেন, তত বেশি আপনার জীবনে তাকে আপনি অনুভব করবেন। দেখতে পাবেন যে আপনার পরীক্ষা ও সমস্যার ব্যবস্থাপনা কতটা সহজ হয়ে গেছে। তিনি গভীর শান্তির সাথে আপনার হৃদয়ের অভ্যন্তরকে স্পর্শ করবেন।
দুই. এই পৃথিবীতে আমাদের যথেষ্ট সফল মানুষ আছে। আমাদের সহমর্মী ও সহানুভূতিশীলতা, ভাল ব্যবহার ও আচরণের আরও বেশি প্রয়োজন।
তিন. আপনার বিশ্বাসকে শক্তভাবে ধরে রাখুন। দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকুন। বাতাসে মোমবাতি যেমন গলে যায় তেমন পরিস্থিতি আপনি নিজের জন্য হতে দেবেন না। কখনও সন্দেহ করবেন না যে সর্বশক্তিমান যা কিছু ঘটছে সে সম্পর্কে অবহিত নন। অন্যকে আপনার মনে সন্দেহ তৈরি করতে দেবেন না। তিনিই আপনাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। আপনি কি ভাবেন যে তিনি আপনাকে পরিত্যাগ করবেন?
চার. আপনি যা চেয়েছিলেন তা সর্বশক্তিমান আপনাকে দেয়নি বলে আপনি মনে করেন যে, তিনি আপনাকে ভালবাসেন না। কখনই এভাবে ভাববেন না, কারণ তিনি জানেন আপনি যা করেন আর যা করেন না তার সবকিছু! তিনি আপনাকে দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন। সাড়া না পাওয়ার প্রার্থনা আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত হিসাবে আবির্ভুত হতে পারে। বিশ্বাস রাখুন, সর্বদাই তাঁকে বিশ্বাস করুন!
পূনশ্চঃ
এক. সবাই আপনার জন্য সেরাটি চাইবে না। এটাই জীবন। যারা আপনাকে উঠাতে চেয়েছিল সেই একই লোকেরা আপনার সাফল্যের জন্য নিজেরা হুমকি বোধ করতে পারেন। তাদের এক সময়ের উল্লাস যদি আপনাকে অপছন্দ বা নিচে নামানোর চেষ্টায় পরিণত হয় তবে অবাক হবেন না। কেউ কেউ তাদের চেয়ে অন্যদের ভালো করতে দেখতে পছন্দ করেন না কারণ এটি তাদের কাছে নিজের দুর্বলতা বলে মনে হয়।
দুই. আপনি নীচে পড়ে গেলে এবং আপনার অবস্থান সর্বনিম্নে এসে ঠেকলে তখন তাঁর কৃপা আসে। আপনার সামনে একমাত্র কাজ হলো চলা অব্যাহত রাখা। এর জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানান কারণ তিনিই আপনার উত্থান ঘটাবেন যদি আপনি তাঁর সাহায্যের সন্ধান করেন। তাঁর কাছে পৌঁছতে থাকুন এবং এরপরে যা যা ঘটতে থাকবে তা দেখে আপনি অবাক হবেন। আপনার অভিজ্ঞতা ও উত্থান হবে যুগান্তকারী ও অনন্য!
তিন. কাজটি যত ছোটই হোক না কেন ভালো কাজ করুন। সর্বশক্তিমান কখনোই আপনার ভাল কাজ ভুলে যান না। তিনি জানেন যে আপনি অন্যদের জন্য কী করেছেন, আপনি যে কষ্ট পেয়েছেন, যে ব্যথা থেকে আপনি তাদের মুক্তি দিয়েছেন,তার কোন কিছুই তাকে এড়িয়ে যায় না। সুতরাং আপনি যদি এর বিনিময়ে ভাল কিছু নাও পান, তবে বিরক্ত হবেন না। তিনি সব জানেন।
চার. আপনি সর্বশক্তিমানকে ছেড়ে দেওয়ার দুঃসাহস করবেন না। তিনি আপনাকে যা করতে নির্দেশনা দিচ্ছেন তা কখনই ছাড়বেন না। কঠিন হয়ে গেলেও না। এমনকি যদি এর কোন মানে নেই বলে মনে হয় তখনও না। আপনার কাজ হল আপনার বিশ্বাসের উপর দৃঢ থাকা এবং তাঁর উপর আস্থা রাখা। তিনি সর্বদা আপনার জন্য একটি উপায় খুঁজে রাখবেন এবং ফলাফল এক সময় স্পষ্ট হবে। ধৈর্য্য ধারণ করুন।
দ্রষ্টব্যঃ
তারা কি তাদের ওপরের দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না, যারা ডানা মেলে ধরে আবার গুটিয়ে নেয় তথা ডানা ঝাপটিয়ে ওড়ে? দয়াময় ছাড়া অন্য কেউই তাদের স্থির রাখেন না। নিশ্চয়ই তিনি সবকিছুর সম্যক দ্রষ্টা। (সূরা মুলক : ১৯)
বিদ্যুৎ-চমক তাদের দৃষ্টি-শক্তিকে প্রায় কেড়ে নেয়। যখনই বিদ্যুতালোক তাদের সম্মুখে উদ্ভাসিত হয়, তারা তখনই পথ চলতে থাকে এবং যখন অন্ধকারাচ্ছন্ন হয়, তখন তারা থমকে যায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতেন। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। (সূরা আল বাকারা: ২০)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট