তমিজ উদ্ দীন লোদীর কবিতা

ছড়া-কবিতা সাম্প্রতিক
শেয়ার করুন

রহস্য
————————-

চাইলে এভারেস্টের রহস্য ভেদ করা যায়
ভেদ করা যায় আমাজান রহস্য
অনেকখানি উদঘাটন করা যায় বারমুডা টায়াঙ্গালও
শুধু তোমার রহস্য ভেদ করা যায় না
এ কেমন রহস্য !

দাগ
—————————-

রোদ্দুরে শুকাতে দিয়েছিলাম জামা
জামায় ছিটে ছিটে দাগ
ছায়ায় কে যেন হাঁটছে ছায়াপথসম
দাগ দেখছে না
দৃশ্যকোণ তুলে ধরছে জামার কোলাজ
জামা যেন ক্যামোফ্লেজ
ঢেকে দিচ্ছে দাগগুলো
জামা দৃশ্যমান হচ্ছে
দাগগুলো অপসৃয়মান কিংবা বিমূর্ত ।

নিইইয়র্ক, ৭ জুন ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *