তবুও স্বপ্নের কথা বলি ।। জাকির আবু জাফর

ছড়া-কবিতা সাম্প্রতিক
শেয়ার করুন

এক হাতে স্বপ্ন আরেক হাতে মৃত্যুর নিশান
স্বপ্ন ছাপিয়ে নিশান উঁচু হয়ে উঠেছে
একটি জাতির আকাশ কাফন ঢেকে দেবে কে জানতো

জীবনের চেয়ে মৃত্যু কেনো এত সহজ
কেনো মানুষের মানচিত্রে উড়ছে অন্ধ রাজনীতির পতাকা। অথচ কোনো
পতাকাই আর মানুষের স্বাধীনতার কথা
বলে না। কোনো সংবিধানই তোলে না অধিকারের আওয়াজ

তবুও স্বপ্ন দেখতে হবে!
ছুটতে হবে স্বপ্নের দিকেই-
ধরুন রোদের ভাগ ছায়ার হিস্যা বৃষ্টির আয়োজন
রাত্রির অধিকার এবং একটি স্বাধীন সকাল।
সমান অধিকার না হোক অন্তত: অধিকারে সাম্য জরুরি!

ক্ষমতার রোষ যদি কণ্ঠ খেঁচিয়ে দেয় তাকে কি করে বলি মানবিক।
শোষনের জ্বর যদি অতিক্রম করে
পারদ কিংবা উত্তাপ যদি হয়ে ওঠে আগুন,
তাকে দমানোর কোনো গণতান্ত্রিক টেবলেট নেই।

তবুও স্বপ্নের কথা বলি
দেখি সব বাজার দামের আগুনে ঝলসানো
চোখে তীব্র মৃত্যুর ফণা। স্বর-রুদ্ধ গুমোট তাণ্ডব।
মানুষের মুখ থেকে খসে পড়ছে জীবনের নুন!

একবার সবজির হাটে দেখো-
ধোপদুরস্ত পোশাকের ভাঁজে কীভাবে উঁকি দিচ্ছে দারিদ্র্যের চোখ।
কীভাবে ভেতরের ক্ষয় বাইরে ঠেলে অকাল বার্ধক্যের ছাপ!
চোখের ভেতর চোখ পড়লেই দেখবেন- কালো ছায়ার ধূম।
দেখে মনে হয়- সমাজটি বড় অচেনা!

তবুও খোঁজো নতুন পথের সন্ধান।
কেননা স্বপ্ন মরে যাওয়া মানেই নিঃশেষ হয়ে যাওয়া নয়!
রুয়ে দাও নতুন স্বপ্নের বীজ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *