তফসিল প্রত্যাখ্যান বিএনপির

সাম্প্রতিক
শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পরই তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান।

নির্বাচনের এই আয়োজনকে ‘ভোটরঙ্গ’ আখ্যায়িত করে রিজভী বলেন, জনগণ এটা বাস্তবায়ন হতে দেবে না। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতো আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে, তা আমরা চরম ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। এই তফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা।

বিএনপি নেতা আরো বলেন,  জাতি মনে করছে, এর মধ্য দিয়ে সিইসি জাতির সঙ্গে মশকরা করেছেন। দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনা–মার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত রঙ্গ জনগণ মানে না। এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে ভয়াবহ অচলাবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হবে। তার পুরো দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে, সরকারকে বহন করতে হবে। এই সংকটের জন্য ‘আওয়ামী মাফিয়া চক্রকে’ চিরকাল দায়ী থাকতে হবে।

তিনি বলেন, পরপর তিনটি নির্বাচনে ভোট ডাকাতির মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখলে রেখে আওয়ামী লীগ গত ১৫ বছর দেশকে নরকপুরীতে পরিণত করেছে। মানুষ তার ভোট ও ভাতের অধিকার এবং গণতন্ত্র ফিরে পেতে মরণপণ লড়াইয়ে রাজপথে নেমেছে। এই স্বৈরাচারী সরকার পতনের অতল গহ্বরে মুখে দাঁড়িয়ে দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ধাবিত করে পুনরায় গরু–ছাগল দিয়ে নির্বাচনের পাঁয়তারা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *