ঢাবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সীরাত মাহফিল’

ধর্ম ও দর্শন বাংলাদেশ সময় চিন্তা সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাবি সীরাত মাহফিল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) এই মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে শুরু হয়ে দুই পর্বের এই অনুষ্ঠান শেষ হবে রাত ৮টায়।

সীরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এছাড়া আলোচক হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দীন তালুকদার, খ্যাতিমান ইসলামিক স্কলার আল্লামা ওবায়দুল্লাহ হামজা, বিশিষ্ট কবি ও লেখক মাওলানা মুসা আল হাফিজ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মোখতার আহমাদ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত থাকবেন- প্রফেসর ড. মামুন আহমেদ, প্রোভিসি (শিক্ষা); ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. যুবাইর মুহাম্মাদ এহসানুল হক; চেয়ারম্যান, আরবী বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মো. শামছুল আলম, অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ড. তানজিম উদ্দীন খান, অধ্যাপক; আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, সাইফুদ্দীন আহমেদ, প্রক্টর; ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর; ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক; উর্দু বিভাগ, আরিফুল ইসলাম অপু; সহকারী অধ্যাপক, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ, মোস্তফা মঞ্জুর, সহকারী অধ্যাপক; ইসলামিক স্টাডিজ বিভাগ, আব্দুস সবুর, প্রভাষক; ইন্সটিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হবে। দুপুর থেকে উপস্থিত থেকে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনির ওপর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেবেন এবং আলোচনা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করবেন আন্তর্জাতিক ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী ও বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম। উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতীব নাজির আহমেদ।

বিকেল সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে দ্বিতীয় পর্ব চলবে রাত আটটা পর্যন্ত। এই পর্বে ‘জলসায়ে ইশকে মুহাম্মাদ (সা.)’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংগীত পরিবেশন করবেন ইসলামি সাংস্কৃতিক ঘরানার আলোচিত শিল্পীগোষ্ঠী কলরব, সাইমুম শিল্পীগোষ্ঠী, সিলসিলা ও হেভেন টিউন। সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী আবু উবায়দা, শেখ এনাম, হুজায়ফা মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানস্থল টিএসসি কমপ্রেক্স শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই পরিসরে প্রায় চার হাজার শ্রোতার জন্য আসনের ব্যবস্থা করা হবে৷ অন্যান্যদের জন্য টিএসসির পার্শ্ববর্তী পায়রা চত্বরে ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা থাকবে। সেখান থেকে তারা মাহফিল উপভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *