ঢাকা কলেজের সাংবাদিক সমিতির দফতর সম্পাদক বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ওবায়দুর সাঈদ ও সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি ফয়সাল আহমদকে আটক রেখে গেস্টরুমে নির্যাতন করেছে ছাত্রলীগ।
এই দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা কলেজে ছয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার দিবাগত রাতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাউফুর রহমান সোহেল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), এ বি এম আলামিন (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সজিব আহসান (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), আবরার হোসাইন সাগর কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সৈয়দ আব্দুল্লাহ শুভ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) ও ফাহমিদ হাসান পলাশ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।
নির্যাতিত ওবায়দুর সাঈদ সংবাদ মাধ্যমে বলেন, বৃহস্পতিবার মধ্যরাতে শহীদ ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান ওরফে সোহেলের নেতৃত্বে তাঁকে মারধর করা হয়। বুকে লাথি, এলোপাতাড়ি চড়থাপ্পড়ের পর শক্তি প্রয়োগ করে তাঁর মুঠোফোনের লক খুলতে বাধ্য করা হয়। পরে ফোন থেকে ‘ডিসিয়ান সংবাদকর্মী’ ও সাংবাদিক সমিতির গ্রুপের সব বার্তা স্ক্রিন রেকর্ড করে নেন রাউফুর। বাধা দিতে গেলে তাঁর রুমমেটদেরও মারতে উদ্যত হন রাউফুর। একপর্যায়ে তাঁকে কক্ষে তালাবদ্ধ করে রাখেন তিনি। ১৫ ঘণ্টা আটকে রাখা ও নির্যাতনের পর শুক্রবার দুপুরের দিকে তাঁকে অধ্যক্ষের কক্ষে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। তিনি ফোন ফেরত পেয়েছেন শনিবার দুপুরের পর।
ওবায়দুর আরো জানান, ‘গেস্টরুমে’ না যাওয়ায় গত বুধবার রাতে আরেক ক্যাম্পাস প্রতিবেদক ফয়সাল আহমদকে ঢাকা কলেজের হলে মারধর করেন কলেজ শাখা ছাত্রলীগের একদল কর্মী। এ নিয়ে প্রতিবেদন করায় ছাত্রলীগ নেতা রাউফুর রহমানের নেতৃত্বে তাঁকে মারধর করা হয়।