ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

বাংলাদেশ শিক্ষা সময় চিন্তা সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু-কে আহ্বায়ক ও এ টি এম আব্দুল বারী ড্যানী-কে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা বিভিন্ন শ্রেণী-পেশায় নিয়োজিত ডুয়ার জীবন সদস্যদের সাথে আলোচনা করে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক এ কমিটি গঠন করা হয়।

গত ৫ আগস্ট ২০২৪ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিব একযোগে পদত্যাগ করায় সংগঠনটির কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।

এই প্রেক্ষাপটে সংগঠনটির জীবন সদস্যরা গত ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার ডুয়া ফ্লোরে এক সাধারণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় সর্বসম্মতিক্রমে শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ টি এম আবদুল বারী ড্যানী ও নিলোফার চৌধুরী মনিকে সদস্য করে চার সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং এ কমিটিকে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার দায়িত্ব দেয়া হয়।

ডুয়া’র আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- সৈয়দ আমিনুর রহমান মাইকেল, এ বি এম মোশাররফ হোসেন, আবদুস সাত্তার মিয়াজী, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ (অসীম), এ এইচ এম শফিকুজ্জামান, অধ্যাপক মো. মোরশেদ হাসান খান, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, আব্দুল্লাহ আল কাফি (রতন), আব্দুল খালেক, মেজবাহ উদ্দিন আলী, শিরীন সুলতানা,নিলোফার চৌধুরী মনি, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ, গাজী কামরুল ইসলাম সজল, মো. মোস্তাফিজুর রহমান, মো. সেলিমুজ্জামান সেলিম, মো. আলী হোসাইন ফকির, রেজাউল করীম মল্লিক, মো. আশরাফুল হক মুকুল, মাহফুজা রহমান চৌধুরী বাবলী, মোহাম্মাদ নিজামুল কবীর, মো. ইলিয়াস উদ্দিন খান, মোহাম্মাদ হাতেম, আবু রেজা মো. ইয়াহিয়া, ড. কামাল উদ্দিন জসীম, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মুনশী শামস উদ্দিন লিটন, মো. বায়েজীদ বোস্তামী (অফিস), রশিদ আহমেদ (মামুন), মো. তহা, ড. মো. শরীফুল ইসলাম দুলু, গোপাল চন্দ্র দেবনাথ ও মোহাম্মাদ সাইফুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিঃ ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *