আজ শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ডিএমপি৷
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আজ শুক্রবারও পুলিশের সংঘর্ষ চলছে৷
যাত্রাবাড়ী থানা এলাকায় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ অন্যদিকে শনির আখড়ার কাজলা অংশে অবস্থানরত আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন৷
শুক্রবার সকাল সাতটার পর থেকেই কাজলা-শনির আখড়া অংশে বিপুলসংখ্যক আন্দোলনকারীকে অবস্থান নিতে দেখা গেছে৷ বিপরীতে যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশ, আমর্ড পুলিশ, র্যাব অবস্থান নিয়েছে৷
টানা তিন দিন ধরে চলা এ সংঘর্ষে আতঙ্কিত সাধারণ মানুষ৷ কোটা সংস্কারের দাবিতে এবার আন্দোলন শুরু হয় গত ৫ জুন৷ বিরতি দিয়ে জুনে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা৷ ১ জুলাই থেকে শুরু হয় টানা আন্দোলন৷
আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশ প্রায় অচল হয়ে পড়ে৷ রাজধানী ছাড়াও দেশের ৪৭টি জেলায় গতকাল দিনভর বিক্ষোভ, অবরোধ, পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশের হামলা-গুলি ও সংঘাতের ঘটনা ঘটে৷ এসব ঘটনায় এক সাংবাদিকসহ ২৭ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে প্রথম আলো।র সংবাদ সংস্থা এএফপি ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার পর মঙ্গলবার সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন৷ এদিন হামলা-সংঘর্ষে সারা দেশে নিহত হন ছয় জন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে৷
এর আগে মঙ্গলবার সব স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার৷ বন্ধ করা হয় সিটি করপোরেশন এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ও৷
তবে বুধবার সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সিদ্ধান্ত মেনে নেননি শিক্ষার্থীরা৷ এই আন্দোলনে সব মিলিয়ে এখন পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন৷ সূত্র: প্রথম আলো ও ডয়চে ভেলে