সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকায় ফিরেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ১৬ নভেম্বর কলম্বো গিয়েছিলেন তিনি। আজ বেলা সাড়ে ১১টায় শ্রীলঙ্কান এয়ারলাইন্সে (ফ্লাইট নম্বর ইউএল-১৮৯) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে-বিদেশে আলোচিত রাষ্ট্রদূত পিটার হাস হঠাৎ দেশের বাইরে যাওয়ার খবরে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছিল। বিশেষ করে সরকার দলের নেতাদের কথাবার্তায় অনেক কৌতুহলের সৃষ্টি হয়। পরে তিনি ছুটিতে গেছেন এবং বিষয়টি সরকার অবগত ছিল বলে জানা যায়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার বিষয়ে মার্কিন তাগিদ ও ভিসা নিষেধাজ্ঞা জারির পর পিটার হাসকে মারধর ও হত্যার হুমকি এসেছিল আওয়ামী লীগের দুই নেতার পক্ষ থেকে। এমতাবস্থায় তার দেশ ত্যাগ রাজনৈতিক মহলে এবং অনলাইন টকশোতে স্থান পায়।
বিশেষ করে দেশের বাইরে যাবার আগের দিন পিটার হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি পত্র তুলে দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হাতে। যেখানে তফশিল ঘোষণার পূর্বে প্রধান তিনটি দলের মধ্যে সংলাপের তাগিদ ছিল।
ছুটিতে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে গত মাসের শেষের দিকে জানিয়েছিলেন রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ২ নভেম্বর তিনি বৈঠক করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানান, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিশিয়ালি জানাতে হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যটা পাবলিকলি জানাবে না।