লন্ডন থেকে আজ শুক্রবার সকাল পৌনে ১১টায় ঢাকায় পৌঁছেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দুপুর বারটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন তিনি।
শাশুড়ি বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে আসতে জুবাইদা রহমান ঢাকায় গেছেন। লন্ডন থেকে রাতে যাত্রা করে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আনা হবে।
এদিকে খালেদা জিয়ার জন্য বরাদ্ধ এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে কাতার থেকে না পৌঁছার কারণে আজকে নয়, বরং রোববার খালেদা জিয়াকে লন্ডনে আনা হবে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

