ড. ইউনূসের সাজার রায় ফরমায়েশি : রিজভী

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের রায়কে ফরমায়েশি রায় বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা বলেন, এই রায়ে পুরো জাতি লজ্জিত। এই ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বসবর্তী হয়ে এই রায় যে দেওয়া হয়েছে তার প্রমাণ অব্যাহতভাবে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের বিষোদগার।

রুহুল কবির রিজভী বলেন, দেশে আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণ খেলাপিদের কিছুই হয় না। সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেওয়া হয় ড. মুহাম্মদ ইউনূসের মতো জাতির গর্বকে।

সোমবার রাতে বিএনপির এক বিবৃতে বলা হয়, আওয়ামী সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে গুম-খুনের সংস্কৃতি প্রতিষ্ঠার পাশাপাশি দেশে-বিদেশে সুনাম অর্জনকারী স্বনামধন্য কীর্তিমান মানুষদেরকেও জুলুম ও নির্যাতন থেকে রেহাই দেওয়া হচ্ছে না। ফ্যাসিস্ট আওয়ামী শাসনে ধারাবাহিক নির্যাতনের সর্বশেষ শিকার হলেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্ব সমাদৃত মানুষের বিরুদ্ধে হাস্যকর ও সাজানো মামলায় রকেট গতিতে সাজা প্রদান অবৈধ সরকার প্রধানের প্রতিহিংসারই বহিঃপ্রকাশ। আদালতের এহেন অবিচার সারা জাতিকেই বিশ্ব দরবারে লজ্জিত ও কলঙ্কিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *