‘ড্রিম প্রজেক্ট’ সফল হলে ইস্টহ্যান্ডস চ্যারিটি নতুন মাত্রা লাভ করবে

প্রবাসী যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী

ইস্টহ্যান্ডস চ্যারিটির মিডিয়া ব্রিফিং ছিল শুক্রবার (২৮ জুন ২০২৪) ইস্ট লন্ডনের মাইল্যান্ডে গ্র্যান্ড রসোই রেস্তোরাঁয়।। সাংবাদিকদের পাশাপাশি অনেক সমাজকর্মী, ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিও অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানটি এক ধরনের মিলন মেলায় পরিণত হয়েছিল। বিলেতের প্রাচীনতম সাপ্তাহিক জনমতের প্রাক্তন সম্পাদক নবাব উদ্দিন এই চ্যারিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ট্রাস্টি। এক সময় সাংবাদিক নেতা হিসেবে সফলতার স্বাক্ষর রেখেছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে জড়িত ছিলেন। পরবর্তীতে সভাপতি হিসেবে সৃজনশীল নেতৃত্ব উপহার দিয়েছেন।

নবাব উদ্দিন একজন গ্রন্থকার, নাট্যকার, সুশিক্ষিত ও বন্ধুত্বপূর্ণ মানুষ। মানবতার কল্যাণের ব্রত নিয়ে ২০২০ সালে প্রতিষ্ঠা করেছেন ইস্টহ্যান্ডস। বুদ্ধিদীপ্ত সংগঠক হিসেবে অল্পদিনে একদল নিবেদিতপ্রাণ কর্মী গড়ে তুলেছেন। যাদের মনোবল, দক্ষতা ও সার্বিক মানোন্নয়ন উপস্থিত সুধীজনের মনে আশার সঞ্চার করেছে। ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের প্রাথমিক কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করলেও ইস্টহ্যান্ডস এখন আন্তর্জাতিক পর্যায়ে তাদের সেবাকর্ম সম্প্রসারণে সক্ষম হয়েছে।

বাংলাদেশের সিলেটে ‘ইস্টহ্যান্ডস ড্রিম প্রজেক্ট’-এর কাজ সম্পন্ন হলে সেবা সংস্থা হিসেবে এই সংগঠন নতুন মাত্রা লাভ করবে বলে উপস্থিত সকলের বিশ্বাস দৃঢ় হয়েছে। স্থপতি জুন্নুরাইন চৌধুরী বাপ্পীর আধুনিক মান সম্পন্ন বিল্ডিং ডিজাইন অনুষ্ঠানে প্রশংসা কুড়িয়েছে। এই স্বপ্নের প্রজেক্টের জন্য প্রায় ৫০ লক্ষ টাকা সংগ্রহ হয়েছে। সিলেট শহরের সন্নিকটে, মেইন রাস্তার পাশে কোটি টাকা মূল্যের ২৫ শতাংশ জায়গাও ডোনেশনের প্রতিশ্রুতি মিলেছে।

এই প্রজেক্ট একটি দূরদর্শী উদ্যোগ, যার লক্ষ্য সিলেটে বহুমুখী কমপ্লেক্স তৈরি করা। যেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ল্যাব সমৃদ্ধ শিক্ষা, চিকিৎসা ও বিনোদন ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে। বিশেষ চাহিদাসম্পন্ন সুবিধাবঞ্চিত শিশুদের সেবা প্রদানের জন্য নিবেদিত আন্তর্জাতিক মানের এই প্রকল্পের জন্য প্রায় এক কোটি টাকা মূল্যমানের জায়গা প্রদান করেছেন এক মহতি পরিবার। যারা নিজেদের নাম জানাতে চাননি। কিন্তু উপস্থিত সুধী মহলের চাপে কর্তৃপক্ষ সে নাম বলতে বাধ্য হন।

এই দাঁতা পরিবারের সদস্য হলেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন সদা অমায়িক, ভদ্র ও সজ্জন আব্দুল মুনিম জাহেদী (ক্যারল)। পরোপকারী এই মানুষটি সবসময় প্রাণখোলা হাসিতে মুখটা সকালের আলোর মতো উদ্ভাসিত করে এগিয়ে আসেন উজাড় করা ভালোবাসায়। বিশ্বস্ত ও বন্ধুত্বপরায়ন ক্যারল একজন ঐতিহ্য সচেতন আত্মপ্রত্যয়ী কর্মবীর। আমার সাথে সাপ্তাহিক ইউরো বাংলা পরিচালনায় সরাসরি সম্পৃক্ত ছিলেন। এলএমসি কমপ্লেক্সের বিজনেস উইংয়ে প্রায় ১৫ বছর আমার সংবাদ সংস্থা মিডিয়া মহলের অফিস ছিল। বহুমুখি সাংস্কৃতিক ও সেবাকর্মে এক সাথে ছিলাম। কাছে থেকে তার কর্মপ্রয়াস প্রত্যক্ষ করেছি।

ইস্টহ্যান্ডস চ্যারিটি সংস্থার গত ১ বছরের উন্নয়ন ও সেবার চিত্র তুলে ধরেন সংস্থার নির্বাহী প্রধান সাংবাদিক আ স ম মাসুম। সংক্ষিপ্ত মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টের পাশাপাশি সংস্থাটি বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সেবামূলক তৎপরতা শুরু করেছে। বাংলাদেশে গরীব ও অসহায় মানুষদের মধ্যে খাদ্য সহায়তা ছাড়াও নারীদের স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন এবং বৃদ্ধ ও চলতে অক্ষম মানুষদের জন্য হুইলচেয়ার উপহার দেয়া হয়েছে। এই প্রজেক্টে নেতৃত্ব দিয়েছেন সংস্থার এ্যাম্বসেডার সাংবাদিক পলি রহমান। এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করা হয়েছে। একই সাথে নির্মিতব্য শমসেরনগর হাসপাতালে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সিলেট ও বরিশালে অন্ধ, বোবা, বধির এমন শিশুদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা করা হয়েছে। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে খেটে খাওয়া মানুষদের কাছে খাদ্য সহায়তা ও উপহার পৌঁছানো হয়েছে।

চলমান ফিলিস্তিন সংকটে ইস্টহ্যান্ডস চ্যারিটির খাদ্য ও চিকিৎসা সহায়তা আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে দেয়া হয়েছে। তুর্কী ও সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পে হিউম্যান আপিলের সাথে ইস্টহ্যান্ডস পার্টনারশিপে প্রজেক্ট ডেলিভারি করেছে। আফ্রিকার খরাপীড়িত দেশ সোমালীল্যান্ডে নিরাপদ পানি বিতরণ কার্যক্রমও চলমান আছে।

ব্রিটেনে নিবন্ধিত চ্যারিটি সংস্থা হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কাজের পাশাপাশি গত ১ বছরে ব্রিটেনের লোকাল কমিউনিটি ডেভেলপমেন্টে ব্যতিক্রমী কিছু কর্মসূচি গ্রহন করা হয়। এনএইচএস নর্থ ইংল্যান্ডের ফান্ড সহায়তায় কস্ট অব লিভিংয়ে বিপদগ্রস্ত মানুষদের জন্য নিয়মিত সার্জারী চালু করে প্রায় ১শ পরিবারকে নানা রকম পরামর্শ দেয়া হয়েছে, নিউহ্যাম ও টাওয়ার হ্যামলেটসের ৩০ পরিবারের মধ্যে সবজি বাগান করার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।ন্যাশনাল লটারির কমিউনিটি ফান্ডে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহায়তায় কার্বণ নিঃসরণ প্রজেক্টে অন্তত ৩০০ মানুষের মধ্যে দৈনন্দিন জীবনে কার্বণ কমানোর উপায় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়া বার্মিংহাম সিটি কাউন্সিলের সহায়তায় পরিবেশ বিষয়ক কর্মশালায় অংশ নিয়েছেন ৫০ জন মানুষ। আলবার্ট হান্টের সহায়তায় বাগানের মাধ্যমে স্বাস্থ্যরক্ষা ও ক্রেন ভ্যালির সহায়তায় কার্বণ নিঃসরণ প্রজেক্ট করা হয়েছে পশ্চিম লন্ডনে।

কর্মশালায় নেতৃত্ব দেয়ার জন্য জনপ্রিয় সংবাদ পাঠিকা ডা. জাকি রেজওয়ানা আনোয়ার ও সাংবাদিক কেএম আবুতাহের চৌধুরীর প্রতি চ্যারিটি সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

চ্যারিটিবল ব্যাডমিন্টন টূর্নামেন্ট পরিচালনার মাধ্যমে ইস্টহ্যান্ডস বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে। গত বছরের ব্যাডমিন্টন টূর্নামেন্টে অংশ নিয়েছিলেন মোট ২২০ জন খেলোয়াড়। এই প্রজেক্ট সফল করার জন্য সংস্থার ট্রাস্টি ব্যাডমিন্টন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক সাবেক কাউন্সিলর আতাউর রহমান, সমাজসেবী বাবলুল হক, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, মাহিদ চৌধুরী প্রমুখের ভূয়সী প্রশংসা করা হয়। এবছরও ২১ জুলাই রবিবার চ্যারিটি ব্যাডমিন্টন আয়োজন করা হয়েছে রেডব্রীজ স্পোর্টস সেন্টারে। দিনব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ২ শতাধিক খেলোয়াড় অংশ নেবেন বলে অনুষ্ঠানে জানানো হয়েছে। এছাড়া গ্রেটার লন্ডন অথরিটির ফান্ডে ২ বছর মেয়াদী ৯ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য প্রতি সপ্তাহে ব্যাডমিন্টন ও ফুটবল প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। ব্যাডমিন্টন প্রশিক্ষণে নেতৃত্ব দিচ্ছেন তরুণ ও প্রতিভাবান প্রশিক্ষক সোহান খান। ফুটবল প্রশিক্ষণ তত্বাবধানে রয়েছেন সাংবাদিক আহাদ চৌধুরী বাবু।

মিডিয়া ব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিক, সমাজসেবী ও কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও জনমত সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাবেক ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মাহবুব রহমান, লন্ডন মুসলিম সেন্টারের সাবেক নির্বাহী প্রধান দেলওয়ার খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর আতাউর রহমান, বাংলাদেশ সেন্টারের সাধারন সম্পাদক মোঃ দেলওয়ার হোসেইন, ট্রাভেল লিংক ওয়ার্ল্ডওয়াইড লিমিটেডের পরিচালক সামি সানাউল্লাহ, ব্যাংক অব এশিয়ার সিইও এবিএম কামরুল হুদা আজাদ, টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাবের সাবেক চেয়ারম্যান ও ইস্টহ্যান্ডস চ্যারিটির ট্রাস্টি বাবলুল হক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সেক্রেটারি তাইসির মাহমুদ, ট্রেজারার সালেহ আহমদ, সাবেক নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, মাহি এন্ড কো‘র প্রিন্সিপাল একাউন্টেন্ট আবু তাহের, প্রতিভাবান খেলোয়াড় মাহিদুল ইসলাম চৌধুরী, ভলান্টিয়ার কোর্ডিনেটর রুমানা রাখি, তরুণ ও প্রতিভাবান ব্যাডমিন্টন প্রশিক্ষক সোহান খান, হাবিব রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, ইস্টহ্যান্ডস এবছর চ্যারিটি সেক্টরে অবদান রাখায় কিংস এওয়ার্ডের জন্য প্রাথমিক মনোনয়ন লাভ করেছে, যা উৎসাহ ব্যঞ্জক। এছাড়া সংস্থার ভলান্টিয়ার কোর্ডিনেটর রুমানা রাখি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সেরা নারী স্বেচ্ছাসেবক হিসাবে এওয়ার্ড লাভ করেছেন।

স্বপ্নকে সফলভাবে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে উন্নয়নশীল চ্যারিটির কাতারে শামিল হওয়ার প্রত্যয়ে দ্রুত এগিয়ে চলেছে ইস্টহ্যান্ডস চ্যারিটি। আর এটি সম্ভব হচ্ছে নিঃস্বার্থ ও নিবেদিতপ্রাণ একঝাঁক সেবাকর্মীর কঠোর প্ররিশ্রমের ফলে। বিশেষ করে সংস্থার স্বপ্নদ্রষ্টা আমাদের নবাব উদ্দিনের জন্য। ২০০৩-২০০৫ সালে প্রেস ক্লাবের নির্বাহী কমিটিতে এক সাথে ছিলাম। ক্লাবের ভেদাভেদপূর্ণ রাজনীতিতে নবাব উদ্দিন ছিলেন কৌশলী এবং হৃদয়বান। সদস্যদের মাঝে অভ্যন্তরীণ সম্পর্ক বহাল রাখার এক জাদুকরি ক্ষমতা রয়েছে তার মাঝে। আশা করা যায়, সেবা কর্মে এখন তিনি মূলধারায় মানবিক নেতৃত্বের মাধ্যমে গণমানুষের জীবনঘনিষ্ঠ হওয়ার তৃপ্তি অনুভব করবেন।

* সাঈদ চৌধুরী সময় সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *