ডেনিশ পররাষ্ট্রমন্ত্রীকে কোরআন পোড়ানো নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

পবিত্র কোরআন পোড়ানো বন্ধে ব্যবস্থা নিতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফোনালাপে তিনি স্পষ্ট ভাষায় কোরআন পোড়ানোর মতো অবমাননাকর কার্যকলাপের নিন্দা জানান এবং ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড যাতে না হয় তার জন্য ব্যবস্থা নিতে ডেনমার্কের প্রতি আহ্বান জানান।

মঙ্গলবার ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক্কে রাসমুসেনের সঙ্গে ওই ফোনালাপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আরব নিউজের খবরে জানানো হয়েছে, ফোনালাপে কোরআন পোড়ানোকে ‘কট্টরপন্থী’ আচরণ বলে আখ্যায়িত করেছেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, এ ধরণের কর্মকাণ্ড সারা বিশ্বের মুসলিমকে আঘাত করেছে। কিছু কট্টরপন্থী মত প্রকাশের স্বাধীনতার নামে এই অধিকারের অপব্যবহার করছে। কিন্তু এর ফলে শুধুমাত্র ঘৃণাই ছড়ানো হচ্ছে। কোরআন পোড়ানোর মাধ্যমে শুধু ইসলাম ধর্মকেই অবমাননা করা হচ্ছে না, বিশ্বজুড়ে মুসলিমদেরও উস্কে দেয়া হচ্ছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরণের কর্মকাণ্ড যদি অনুমোদন করে যাওয়া হয় তাহলে তা ডেনমার্কের স্বার্থকে হুমকি ফেলতে পারে। শুধুমাত্র সন্ত্রাসীরা এ থেকে উপকৃত হবে। এর জবাবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান যে, তিনি ও তার দেশ বরাবরই কোরআন পোড়ানোর মত ঘটনার নিন্দা জানিয়ে আসছে। তবে কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় এখনই এমন কর্মকাণ্ড বন্ধ করা যাচ্ছে না।

গত রোববার ডেনমার্ক সরকার জানিয়েছে, তারা এ ধরণের প্রতিবাদ বন্ধ করতে নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। যদিও এর পর দিনই দেশটিতে পুনরায় কোরআন পুড়িয়ে কথিত প্রতিবাদের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *