ডামি প্রার্থী, ডামি ভোটার ও ডামি পর্যবেক্ষক : মঈন খান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ ডামি প্রার্থী, ডামি ভোটারের পর ডামি পর্যবেক্ষকও নিয়োগ করেছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলন বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। আমেরিকার যে কংগ্রেসমান নারী নির্যাতনের দায়ে বহিষ্কৃত হয়েছেন তাকে আওয়ামী লীগ সরকার নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে এনেছে। এরকম আরো ডামি পর্যবেক্ষক জোগাড় করা হয়েছেবলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

‘এ গভর্নমেন্ট অব দ্য ডামি, ফর দ্য ডামি, বাই দ্য ডামি’ উল্লেখ করে ড. মঈন খান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জালিয়াতি ও কারচুপির আশ্রয় নেয়া ‘প্রহসন’ বলে মন্তব্য করেছেন।

বিএনপি নেতা ড. আবদুল মঈন খান বলেন, এবারে যেটা হল, সেটা ভোট ডাকাতি আর ভোট নিয়ন্ত্রণ। এ নির্বাচনে কোন প্রার্থী বিজয়ী আর পরাজিত সেটা ছিল পূর্বনির্ধারিত। ১৪, ১৮ ও ২৪ সালে নির্বাচনে সরকার এ দেশের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে। মানুষ নির্বাচনে আস্থা হারিয়ে ফেলেছ। জনগণ বিশ্বাস করে একদলীয় বাকশালী সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

ড. আবদুল মঈন খান ৪০ শতাংশ ভোটের রহস্য বর্ণনা করে বলেন, নির্বাচন কমিশন একবার বলে ২৭ শতাংশ আবার বলে ৪০ শতাংশ, চার ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশন কিভাবে এ হিসাব করে সেটা বোধগম্য নয়। এটা স্পষ্ট যে, নির্বাচন কমিশনকে শিখিয়ে দেয়া হয়েছে এত শতাংশ বলতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ডামি নির্বাচনে ডামি প্রার্থীদের কাউকে ক্রেন দিয়ে তোলা হয়েছে আবার কাউকে তোলা হয়নি। ডামি প্রার্থীকে হয়তো টেনে তুলেছে, হয়তো কাউকে তোলেনি। এটা কোনো নির্বাচন নয়। নির্বাচন নিয়ে এ ধরনের রসিকতা করার কারো অধিকার কারো নেই।

নির্বাচন প্রত্যাখ্যান করায় দেশের জনগণকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে বিএনপি আগামীকাল থেকে এই সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে অংশগ্রহণে গণসংযোগ কর্মসূচি পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *