ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে বলে অভিমত ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক সহসভাপতি (ভিপি) মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বর্তমান প্রজন্ম দুর্বৃত্তায়িত ও চাঁদাবাজির রাজনীতি প্রত্যাখ্যান কলেছে এবং গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে পরিবর্তনের দাবি গ্রহন করেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ: সংস্কার বাস্তবায়নের পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান মান্না এ কথা বলেন। গণতন্ত্র মঞ্চ এই সভার আয়োজন করে।
ডাকসুর সাবেক ভিপি সতর্ক করে বলেন, রাজনীতি শুধুই মিথ্যাচার, চাঁদাবাজি ও ক্ষমতা দখলের লড়াই হলে তা টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোর এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে, কারণ জনগণ বিকল্প খুঁজছে।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ৩০-৪০ বছর আগে কোনো রাজনৈতিক দল খোলা মাঠে দাঁড়াতে পারত না, বিপজ্জনক পরিস্থিতি হতো। এখন সেই দলগুলোও মাথা উঁচিয়ে সামনে আসছে এবং বড় দলগুলোও নতুন প্রজন্মের বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের মুখে পড়ছে।
তিনি বলেন, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সাহস দেখিয়েছে, যা আগের প্রজন্ম পারত না। এখন আর বড় জনসভা নয়, বরং সাইবার প্রচারণা ও নতুন প্রজন্মের চিন্তাভাবনা রাজনীতি চালাচ্ছে। এই প্রজন্ম প্রথাগত সংস্কৃতি—বড় ভাইয়ের প্রটোকল, দখলদারির রাজনীতি— প্রত্যাখ্যান করেছে। তারা রাজনীতিকে আন্তরিকতা, সংগ্রাম ও অঙ্গীকারের মাধ্যম হিসেবে দেখছে, লুটপাট বা ক্ষমতার শর্টকাট হিসেবে নয়।