টক অব দ্যা টাউন : লন্ডনে খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে আমীরে জামায়াতের সাক্ষাৎ

বাংলাদেশ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী:

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সাক্ষাতের খবর রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ বেশ আগ্রহ নিয়ে তাদের মতামত ব্যক্ত করছেন।

যদিও সাক্ষাতের দু’দিন পর জাতীয় সংবাদপত্রে এ খবর এসেছে। মূলত: বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর সংবাদপত্র বিষয়টি জেনেছে এবং প্রত্যেক পত্রিকার সাংবাদিকেরা তাদের মত করে আরো কিছূ তথ্য যোগ করেছেন।

মাত্র ৫ ঘন্টায় আড়াই হাজার মানুষ মারুফ কামাল খানের পোস্টে লাইক দিয়েছেন। সাড়ে তিন শত মানুষ শেয়ার করেছেন। এরই মাঝে প্রথমআলো, ইত্তেফাক, মানবজমিন, নয়াদিগন্ত-সহ উল্লেখযোগ্য জাতীয় দৈনিকে খবরটি চলে আসে। প্রায় সকল কাগজের সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তথা মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে।

মারুফ কামাল খান লিখেছেন, ‘ইয়োরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ্‌ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করে দেশে ফিরেছেন। জিয়া দম্পত্তির বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাতপর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়া এখন তাঁর পুত্রের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষনেতার সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা’ জানা যায়নি। দুই ডাক্তারের এই সাক্ষাত রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাত হয়েই থাকবে তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে। বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাবার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তাঁর বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাতকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি।’

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহের ইউরোপ সফর শেষে সোমবার সকালে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশে ফিরেছেন। নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো লন্ডনে রয়েছেন। পূর্ব লন্ডনে প্রবাসীদের পক্ষ থেকে তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক ও বর্তমান স্পিকার, কেবিনেট মেম্বার ও কাউন্সিলর, ব্যারিস্টার, সলিসিটর, রাজনীতিক, সমাজসেবী ও সাংবাদিক-সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে প্রবাসীদের ভোটাধিকার এবং সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখার বিষয়ে আলোচনা হয়েছে।

তারেক রহমানের সাথে ডা. শফিকুর রহমানের সাক্ষাতের বিষয়টি তখনো খুব বেশি লোকে জানেন বলে মনে হয়নি। জামায়াতের তরফ থেকে এ খবরটি প্রচারের আগ্রহ দেখা যায়নি। তবে বিএনপির সুত্রে খবরটি প্রচার হলে আমীরে জামায়াত মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছি। উনি অসুস্থ। ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বহুদিন পর আমাদের দেখা হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করেছি, ওনার কাছে দোয়া চেয়েছি। লন্ডনে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া। তিনি সেখানে থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে আমীরে জামায়াত বলেন, অনেক কথাই হয়েছে।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ্‌ আবু তাহের ইউরোপ সফর শেষে লন্ডন আসেন। ৪ এপ্রিল থেকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে গুরুত্বপূর্ণ রাজনীতিক ও প্রশাসনিক ব্যক্তিদের সাথে তারা সাক্ষাৎকারে মিলিত হয়েছেন। ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গেও বৈঠক হয়েছে। ইইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় হয় জামায়াত নেতাদের।

এদিকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে ডা. শফিকুর রহমানের সাক্ষাতের খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশ থেকে অনেকেই বিস্তারিত জানতে ফোন করেছেন। লন্ডনেও আজকে এটি ছিল টক অব দ্যা টাউন।

মারুফ কামাল খানের পোস্ট থেকে সাধারণ মানুষের কিছু প্রতিক্রিয়া সময় পাঠছকের জন্য এখানে দেয়া হল:

Zakaria Chowdhury লেটস হোপ ফর দ্যা বেস্ট
আবুল কাসেম আদিল শুধু সৌজন্য সাক্ষাৎ হলেও ভালো। এই ধরনের সৌজন্যের চর্চা সৌহার্দ বাড়াবে।
Zewel Khan জাতীয় ঐক্যের বিকল্প নেই
Khaled Alamin এটা খুবই ভালো সংবাদ, বড় ভাই। ❤️🇧🇩❤️বাংলাদেশের রাজনীতির সু-দিনের জন্য নজীর হওয়ার প্রত্যাশা করছি।
ফসিউল আলম আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল।
Rashedul Islam Rashed এটা রাজনীতির একটা ভালো দিক। ফ্যাসিস্ট ছাড়া সবার সাথে এক্য হতে পারে।
Syed Jahedullah Quraishy বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক শিরোনাম দেয়া দরকার!
Saiful Faruki আশা করব ঐক্যের বার্তা।
Abdul Momin Johny এটাই রাজনৈতিক সৌন্দর্য।
Nasimul Gani Khan এটা রাজনীতির একটা ভালো দিক… সবার আগে বাংলাদেশ গড়তে ঐক্যের বিকল্প নাই..
M M Shaiful Islam এদেশের আপামর জনসাধারণ তাকিয়ে আছে বিএনপির ঐকের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের দিকে আশা করি দেশের জন্য সবাই মিলেমিশে ভালো কিছু করবে ইনশাআল্লাহ।
M Ataur Rahman নির্বাচনী রাজনীতিতে না হোক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে বিএনপি-জামায়াতের ঐক্যের বিকল্প নেই !
Md Samiul Islam এটাই রাজনীতির সৌন্দর্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *