ঝড় গেলে দিনকে সুন্দর করতে আবির্ভূত হবে রংধনু : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. ঝড় জীবনের অংশ। এটি যত গাঢ় হয়, পরিষ্কার হওয়ার পরে আকাশ তত উজ্জ্বল হয়। সর্বদা আশাবাদী থাকুন। কোন কিছুই টিকে না. ঝড় পেরিয়ে গেলে রংধনু আপনার দিনকে সুন্দর করতে আবির্ভূত হবে।

দুই. আপনি ভাবতে পারেন যে সবকিছু ভুল হয়ে যাচ্ছে। প্রকৃত সত্য হলো সবকিছু এখনও ঠিকঠাকভাবে চলছে। আপনি একটি জিনিস হারাচ্ছেন, আর অন্য একটি পাচ্ছেন! আপনি যখন কোন কিছু অর্জন করেছেন এমনটি ভাবতেই পারছেন না, তখনও কৃতজ্ঞ হওয়ার মতো অগণিত আশীর্বাদ আপনার জীবনে রয়েছে। অতএব, যখন হৃদয়ভাঙ্গা অবস্থা হবে, তখন সর্বশক্তিমানের নিকটবর্তী হোন!

পূনশ্চঃ

এক. আপনি সোশ্যাল মিডিয়াতে দেখে কারো সাথে প্রতিযোগিতা করবেন না। সেটি সম্ভবত বাস্তব জীবন নয়। আপনি শুধু নিজের মতো হতে চেষ্টা করুন। এটি যদি গ্ল্যামারাস না হয় তাহলে কিছু মনে করবেন না।

দুই. আপনি কি মনে করেন যে জীবন অন্যায্য এবং লোকেরা আপনার সাথে খারাপ আচরণ করছে? মনে রাখবেন, সর্বশক্তিমান সত্য কী তা জানেন। মানুষ যা ইচ্ছা তাই করুক; আপনি তাদের নিয়ন্ত্রণ করতে পারবেন না। কিন্তু বিশ্বজগতের প্রতিপালক সর্বদা সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণে আছেন। আপনার চেষ্টা যথাসাধ্য করুন এবং তাদের কাছ থেকে আপনার সুরক্ষার জন্য তাঁর উপর আস্থা রাখুন।

তিন. হতাশা খারাপ কিছু নয়। যখন আমাদের অপছন্দের কিছু ঘটে, তখন আমরা মনে করি এটি একটি ভুল। আমরা বিরক্ত হই। আমরা ভুলে যাই যে সর্বশক্তিমান নিয়ন্ত্রণে আছেন। তিনি এমন জিনিস দেখেন যা আমরা দেখি না। বড় ছবি শীঘ্রই আবির্ভূত হবে এবং আমরা তাঁর অসীম জ্ঞানের জন্য তাঁকে ধন্যবাদ জানাব।

চার. আপনি পড়ে গিয়েছিলেন, তার মানে এই নয় যে আপনাকে সেখানে থাকতে হবে। উঠুন এবং চলতে থাকুন। বেশিরভাগ ক্ষেত্রেই পরিবর্তন অগোছালো হয়ে যাবে। পুরানো থেকে নতুনে রূপান্তর হবে সংগ্রামমুখর। আপনি আপনার জীবনে যে নতুন অভ্যাস তৈরির চেষ্টা করছেন তার সাথে এটি হবে একটি যুদ্ধ। চলতে থাকুন!

পাঁচ. অনেক কিছুই সবসময় যে রকম মনে হয় সেরকম থাকে না। প্রায়শই আমরা যা দেখি সেটিকে গ্রহণ করে থাকি। আমরা উপলব্ধি করতে পারি না যে, যা দৃশ্যমান হয় তা প্রকৃত অবস্থা নয়। পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত থাকুন, এ জন্য অন্য কারও বক্তব্য গ্রহণ করবেন না। চোখ সব সময় খোলা রাখুন এবং নিজের জন্য অনুসন্ধানি হোন।

ছয়. আপনি এখনও পর্যন্ত এটিকে বের করতে পারেননি বলে নিজের উপর বিষয়টি নিয়ে চাপ দেওয়া বন্ধ করুন। কারোই এই ক্ষমতা নেই! বিশ্বাস করুন যে সর্বশক্তিমান আপনার পিছনে আছেন এবং তিনি তা কার্যকর করবেন। আপনার কাজ আপনার পক্ষে সম্ভব সেরাটি করা। তিনি আপনার বিশ্বাসের পরীক্ষা করবেন। তিনি আপনার ধৈর্য পরীক্ষা করবেন। তিনি আপনার আন্তরিকতা পরীক্ষা করবেন। কোন কিছুর জন্য তাড়াহুড়ো করবেন না!

দ্রষ্টব্যঃ

তোমরা জেনে রেখো যে, পার্থিব জীবন তো ক্রীড়া-কৌতুক, জাঁকজমক, পারস্পরিক গর্ব প্রকাশ, ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে প্রাচুর্য লাভের প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। এর উপমা বৃষ্টি; যার দ্বারা উৎপন্ন ফসল কৃষকদেরকে চমৎকৃত করে, অতঃপর তা শুকিয়ে যায়, ফলে তুমি তা পীতবর্ণ দেখতে পাও, অবশেষে তা টুকরা-টুকরায় (খড়-কুটায়) পরিণত হয়। আর পরকালে রয়েছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। আর পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত কিছুই নয়। (সূরা আল হাদীদ: ২০)

তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, তারপর তিনি আকাশের দিকে মনোসংযোগ করেন এবং তাকে (আকাশকে) সপ্তাকাশে বিন্যস্ত করেন, তিনি সকল বিষয়ে সবিশেষ অবহিত। (সূরা বাকারা: ২৯)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *