জেলেনস্কি ভাষণ দিলেন ব্রিটিশ পার্লামেন্টে

আন্তর্জাতিক ইউরোপ যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ব্রিটিশ পার্লামেন্ট হাউস অফ কমন্সে লাইভ ভিডিও লিঙ্কের মাধ্যমে ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বক্তব্যের শুরুতেই তাকে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন ব্রিটিশ সাংসদ ও রাজনীতিবীদরা।

ব্রিটিশ সাংসদ ও রাজনীতিবীদদের উদ্দেশে ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমি একজন নাগরিক হিসেবে, একটি বড় দেশের প্রেসিডেন্ট হিসেবে এবং একটি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি।’ এ সময় তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে ব্রিটিশ যুদ্ধ প্রচেষ্টার সঙ্গে তুলনা করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘যখন নাৎসিরা আপনাদের দেশ কেড়ে নিতে চেয়েছিল, তখন আপনারা সেটি হারাতে দেননি। আপনাদের ব্রিটেনের জন্য লড়াই করতে হয়েছিল।’

তিনি আরও বলেন যে, তার দেশের লোকেরা রুশ বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রচেষ্টা দেখিয়েছে। ‘রাশিয়ার ওপর অন্যান্য দেশের নিষেধাজ্ঞাগুলোকে স্বাগত জানাই। তবে এটি যথেষ্ট নয়। ইউক্রেনের ওপর একটি নো-ফ্লাই জোন থাকা দরকার।’

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্তের জন্য আইসিসির সিদ্ধান্ত তাদের আশা দিচ্ছে যে, এর পরিণতি হবে। তবে এটি যথেষ্ট নয়।’ ইউক্রেন এই লড়াইয়ে হাল ছাড়বে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা হাল ছাড়বো না এবং পরাজিত হবো না। আমরা সমুদ্র এবং আকাশপথে শেষ পর্যন্ত লড়াই করবো। আমরা আমাদের জমির জন্য লড়াই চালিয়ে যাবো, যাই হোক না কেন। আমরা লড়াই করবো বনে, মাঠে, রাস্তায় সহ সবজায়গায়।’  সুত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *