জীবনে ঘটে যাওয়া কোন কিছুই এলোমেলো নয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন মতামত সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ মাসুম খলিলী :

এক. আপনার জীবনে ঘটে যাওয়া কোন কিছুই এলোমেলো নয়। সবকিছু সেরা পরিকল্পনাকারীর দ্বারা পরিকল্পিতভাবে হয়। প্রতিটি ব্যর্থতা, প্রতিটি দরজা বন্ধ হওয়া, প্রতিটি হোঁচট খাওয়া, প্রতিটি সাফল্য, প্রতিটি হতাশা সবই আপনাকে আজকের এই পর্যায়ে আসতে সাহায্য করেছে। সব কিছুর জন্য সর্বশক্তিমান ধন্যবাদ জানান।

দুই. আপনার বিশ্বাস গড়ে তুলতে বেশ সময় লাগে। আর এই বিশ্বাসকে শক্তিশালী করতে হলে আরও বেশি সময় প্রয়োজন হয়। কেমন করে এটি হয়? স্বস্তি ও সুখের সময়ে বিশ্বস্ততা প্রমাণিত হয় না বরং সংগ্রাম ও কষ্টের সময়ে এর প্রমাণ পাওয়া যায়। সর্বশক্তিমানের উপর বিশ্বাস এবং সুন্দর ধৈর্য ধারণ করার জন্য যা লাগে তা কি আপনার আছে? একবার ভেবে দেখুন।

পূনশ্চঃ

এক. সর্বদা সর্বশক্তিমানকে স্মরণ করে আপনার বিশ্বাসকে জোরালো করুন। তিনি আপনাকে যে ভাল কিছু দান করেছেন তার প্রতি মনোনিবেশ করুন এবং সর্বদা কৃতজ্ঞ থাকুন। আপনি যখন কৃতজ্ঞতার জীবনযাপন করেন, তখন আপনি এমন জিনিসগুলি দেখতে পান যা একটি নেতিবাচক মন দেখতে পারে না। সবকিছুর জন্য তাকে ধন্যবাদ জানান এবং তিনি আপনাকে আরও প্রদান করবেন।

দুই. জীবনটা খুবই ছোট, একবারে নিখুঁতভাবে এটাকে বাঁচানো সম্ভব নয়। প্রতিটি নতুন দিন নতুন আশা নিয়ে শুরু করুন। সর্বশক্তিমানের রহমতের আশা। আপনার মধ্যে সেই আশাকে বাঁচিয়ে রাখুন। আপনি যতই খারাপ কাজ করে থাকুন না কেন, আপনার কাছে সর্বদা এ কাজ ছেড়ে দেওয়া এবং আবার নতুনভাবে শুরু করার সুযোগ থাকে।

তিন. আপনি যে অবস্থায়ই থাকুন না কেন -কখনও মিথ্যা বলবেন না। সত্যকে আঁকড়ে ধরুন। সর্বশক্তিমানের কাছে আপনার জিহ্বাকে মিথ্যা বলা থেকে পবিত্র রাখতে প্রার্থনা করুন। আপনি দেখে অবাক হবেন কিভাবে আপনার জীবন বদলে যাচ্ছে।

চার. আমরা সবাই ব্যস্ত। আগামীকাল কী ঘটতে পারে তা না ভেবেই সব কিছুর পরিকল্পনা করছি। আর এটি আমরা এমন দৃঢতার সাথে করি যেন আগামীকাল নিয়ে সবাইকে নিশ্চিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পরিকল্পনা করাতে কোনও ক্ষতি নেই, তবে সর্বদা মনে রাখবেন যে সর্বশক্তিমান চোখের পলকে সব কিছু পাল্টে দিতে পারেন।

পাঁচ. জীবনকে জটিল করবেন না। অতি চিন্তা করবেন না। আপনার সামনে নেই এমন সমস্যা তৈরি করবেন না। সাদামাটাভাবে থাকুন। বাড়াবাড়ি করার দরকার নেই। সর্বশক্তিমান আমাদের জন্য স্বাচ্ছন্দ্য চান। তিনি আমাদের এমন ভার বহন করতে দেবেন না যা সহ্য করার ক্ষমতা আমাদের নেই। সুতরাং আপনার জীবনে দীর্ঘ পদক্ষেপ নিন। কোনমতে বেঁচে থাকুন!

ছয়. কিছু ব্যক্তি এমন আছেন যাদের জীবনের মিশন হলো সমালোচনা করা, ঘৃণা করা এবং নেতিবাচক বিষয় অনুসন্ধান করা। এগুলি আপনার জীবনে একেবারেই কোনও মূল্য বয়ে আনবে না। তাদের সম্পর্কে উদ্বেগ ছাড়ুন। আসল উদ্দেশ্য থেকে আপনাকে দূরে রাখতে দেবেন না তাদেরকে। সর্বশক্তিমানকে তাদের বিষয় দেখতে দিন। ইতিবাচক প্রভাব রয়েছে এমন কিছুতে ফোকাস করুন!

সাত. সর্বশক্তিমান। আমরা বিশ্বাসঘাতকতা এবং ভাঙ্গা হৃদয়ের নিরাময়ের জন্য আপনার কাছে আর্জি জানাচ্ছি। ভিতরের গভীর ক্ষত সবাই কাটিয়ে উঠতে পারে না। আপনি জানেন কার কত কষ্ট ও বেদনা। তাদের এগিয়ে যাওয়ার জন্য সান্ত্বনা এবং শক্তি দান করুন। তাদের হৃদয়ে আবার শান্তির রাজত্ব ফিরিয়ে দিন। আমীন।

দ্রষ্টব্যঃ

তোমরা ভয় পেয়ো না, নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে আছি, আমি শুনি ও দেখি। (সুরা ত্ব-হা : ৪৬)

বান্দা যখন তার ভাইয়ের সাহায্যে নিরত থাকে, আল্লাহও তার সাহায্যে থাকেন। (সহিহ মুসলিম : ২৬৯৯)

* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *