জিম্মিদের উদ্ধার এবং হামাসকে ধ্বংস করার দ্বৈত উদ্দেশ্য অসম্ভব : ইসরায়েলের ৪ কমান্ডার

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

ইসরায়েলের সিনিয়র ৪ আইডিএফ কমান্ডার নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করা এবং হামাসকে ধ্বংস করার দ্বৈত উদ্দেশ্য অসম্ভব বেমানান। শনিবার প্রকাশিত একটি নিবন্ধে নিউইয়র্ক টাইমস এ বিষয়ে দীর্ঘ বক্তব্য তুলে ধরেছে।

নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসের সাথে আইডিএফ কমান্ডাররা কথা বলেছেন। কারণ তাদের ব্যক্তিগত মতামত সম্পর্কে প্রকাশ্যে কথা বলার অনুমতি নেই।

তারা বলেছেন, হামাসকে সম্পূর্ণরূপে ধ্বংস করার উদ্দেশ্যে একটি টানা যুদ্ধের জন্য সম্ভবত ৭ অক্টোবর থেকে গাজায় বন্দী ইসরায়েলি জিম্মিদের জীবন দিতে হবে।

ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতার কারণে কৌশলগত অসুবিধা রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যুদ্ধোত্তর পরিকল্পনা সংক্রান্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যকে অসুবিধার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তারা টাইমসকে বলেছেন, গাজার জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধোত্তর পরিকল্পনা ছাড়া হামাসের হাতে থাকা গাজার অংশগুলি কীভাবে দখল করা যায় সে সম্পর্কে সেনাবাহিনী স্বল্পমেয়াদী কৌশলগত সিদ্ধান্ত নিতে পারেনি।

কমান্ডারদের মধ্যে তিনজন বলেন, মিশর যুদ্ধোত্তর গ্যারান্টি ছাড়া ইসরায়েলের অভিযানে নিজেকে জড়িত করতে রাজি নয়। তাই তারা মনে করেন, এখনো গাজায় বন্দী ইসরাইলিদের প্রত্যাবর্তনের সবচেয়ে দ্রুত পথ হতে পারে কূটনৈতিক পন্থা।

ওই কমান্ডাররা বলেন, তারা বিশ্বাস করেন যুদ্ধের ফলে বৈদেশিক সম্পর্কে অবনতির কারণে ইসরাইলকে নিরাপদ রাখা এবং পর্যাপ্তভাবে সরবরাহ বহাল রাখার সক্ষমতায় প্রভাব ফেলবে।

তারা নিউ ইয়র্ক টাইমসকে আরো বলেন, হামাসের সামরিক কাঠামো কল্পনার চেয়েও বেশি পরিশীলিত এবং হামাসের টানেল নেটওয়ার্ক সম্পর্কে পূর্বে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে প্রায় চারগুণ বড়। সূত্র : জেরুসালেম পোস্ট ও অন্যান্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *