জামিনে মুক্তি পেয়েছেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির শাহজাহান চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার (১৭ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেয়া হয়।

শাহজাহান চৌধুরী ১৯৯১ ও ২০০১ সালে দু’বার সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০২১ সালের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিদের সঙ্গে সংঘর্ষের জেরে হাটহাজারীতেও বিক্ষোভ সমাবেশ হয়।

এ ঘটনায় হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ জামায়াত-বিএনপির নেতাকর্মীদের আসামি করে হাটহাজারী থানায় পৃথক ১০টি মামলা করে পুলিশ। ১৪ মে সাতকানিয়া পৌরসভা এলাকার ছমদরপাড়ার বাড়ি থেকে শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৫টির বেশি মামলা দেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলার জামিননামা কারাগারে আসার পর তা যাচাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *