যাত্রা শুরু করেছে ‘জাতীয় নাগরিক পার্টি’। আত্মপ্রকাশের অনুষ্ঠান চলছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে। সেখানে পবিত্র কোরআন তিলাওয়াত এবং গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ শেষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তারপর জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। জাতীয় পতাকাসহ নানা ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে ছাত্র-জনতা।
জাতীয় নাগরিক পার্টিতে স্থান পেলেন যারা- বিডিও লিংক: https://www.youtube.com/watch?v=INK_6jbqKEw
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কূটনীতিকরা যোগ দিয়েছেন। যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।
নতুন দলে দায়িত্ব পাচ্ছেন আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্যসচিবের আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
সমাবেশস্থলেই জুমা পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কর্মী-সমর্থকেরা। নতুন দলের এক নেতা নামাজের ঈমামতি করেন।