অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ প্রাঙ্গনে জনতার ভালোবাসায় সিক্ত হয়েছেন। প্রধান উপদেষ্টা জনতার উদ্দেশে সালাম দিয়ে বলেন, সবাইকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক। এ পবিত্র দিনে সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
ড. মুহাম্মদ ইউনূস সবার উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন। তখন জনতার পক্ষ থেকে হাত নেড়ে নেড়ে ঈদ মোবারকের পাশাপাশি আওয়াজ ধ্বনিত হয় ‘স্যার আপনাকে ৫ বছর চাই।’
প্রধান উপদেষ্টা শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ গ্রহন করেন।
প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লী প্রধান উপদেষ্টার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি ভোর থেকেই জাতীয় ঈদগাহ মাঠে আসতে শুরু করেন। নামাজ শুরুর আগেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সকাল ৭টা ২৫ মিনিটের দিকে ঈদগাহ ময়দানে উপস্থিত হন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সাথে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ সাথে ছিলেন। – সাঈদ চৌধুরী