জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে সর্বদলীয় ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ১৫ জুলাই সোমবার লন্ডনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জমিয়তে কেন্দ্রীয় সহ-সভাপতি খতীবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবীব। সভাপতিত্ব করেন কাউন্সিল অফ মস্ক টাওয়ার হামল্যাটস লন্ডনের চেয়ারম্যান মাওলানা হাফিজ শামছুল হক।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব জাতির ক্রান্তিকালে সর্বস্তরের ঐক্য অপরিহার্য উল্লেখ করে বলেন, আমরা অতীতে বিভিন্ন ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি করে আপামর তাওহিদী জনতাকে সাথে নিয়ে কাজ করেছি, উম্মাহর হাল কখনো ছেড়ে দেইনি, একইভাবে বর্তমানে এবং ভবিষ্যতেও আমাদের বৃহত্তর ঐক্য প্রয়াস সফলতার সাথে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ত্যাগ তীতিক্ষা ও কোরবানির পরাকাষ্ঠা প্রদর্শনে ব্যর্থতার কোন সুযোগ নেই।
দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম। সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।
আলোচনায় অংশ নেন ইউকে জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ সৈয়দ ইমাম উদ্দীন, শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান মনোহরপূরী, উলামা মাশায়েখ ইউকের সভাপতি মাওলানা মওদুদ হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ফয়েজ আহমদ,
ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, ইউকে জমিয়তের সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, দারুল উলূম ফাউন্ডেশনের পরিচালক হাফিজ মাওলানা নাজির উদ্দীন, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা আশফাকুর রহমান, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা শামছুল আলম কিয়ামপূরী, খেলাফত মজলিসের যুক্তরাজ্য সাউথ শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা আবদুল করীম বিন মামরখানী, ইউকে জমিয়তের ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, ইউকে জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা অলীউর রহমান আরশাদী, বিশিষ্ট আলেম মাওলানা ফজলুর রহমান, মাওলানা সালেহ আহমদ, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, ইউকে জমিয়তের সহকারী প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই প্রমুখ।
সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ বাংলাদেশের চলমান জুলুম-নির্যাতন ও মামলা-হামলার নৈরাজ্যকর ও ন্যাক্কারজনক পরিস্থিতি সম্পর্কে চরম উদ্বেগ প্রকাশ করেন। তারা দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, আমরা ইতিহাসের সবচেয়ে কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। এক দিকে বিশ্বশক্তি গুলোর বিষাক্ত দন্ত- নখর বিদ্ধ হয়ে মুসলিম জাতিসত্তার অস্তিত্ব বিপন্ন ও সংকটাপন্ন। গাজা ফিলিস্তিন বিধ্বস্ত, রক্তাক্ত ও ছিন্নভিন্ন। অপরদিকে বাংলাদেশের অবস্থা এত বেশি নাজুক যে, এর ভয়াবহতা ও হৃদয়হীনতা সকল সীমা অতিক্রান্ত হয়ে গেছে। বাংলাদেশে আলেম উলামারা মিথ্যা মামলা ও হয়রানির কারণে মারাত্মকভাবে কোণঠাসা। এহেন পরিস্থিতিতে দেশ জাতি ও মুসলিম বিশ্বের বৃহত্তর স্বার্থে সর্বস্তরে সুদৃঢ় ঐক্যের মজবুত ভিত্তি রচনার কোন বিকল্প নেই। সুপরিকল্পিত কর্ম প্রয়াস এবং গভীর উপলব্ধির সাথে বিশ্ব পরিস্থিতি অধ্যয়নের মাধ্যমে সঠিকভাবে লক্ষ্য উদ্দেশ্য স্থির করতে হবে। এখন শীষাঢালা প্রাচীরের ন্যায় ঐক্য প্রতিষ্ঠার জন্য নতুন দিগন্ত উন্মোচন হলো সামাজিক রাজনৈতিক ও ইসলামী দলগুলোর প্রধান কর্তব্য।
মতবিনিময় সভায় বিশিষ্ট জনের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাওলানা শেখ সাঈদ আলী দশঘরী, ইউকে জমিয়তের মুরব্বি মাওলানা আবদুল জলীল, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবদুল মজীদ, জমিয়ত ইউকের জয়েন্ট সেক্রেটারি মুফতি হিফজুল করীম মাশুক, প্রচার সম্পাদক মাওলানা শামছুল ইসলাম, লন্ডন মহানগর জমিয়তের সেক্রেটারী মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, লন্ডন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফীজ মাওলানা মাছুম আহমদ, ইউকে জমিয়তের আন্তর্জাতিক সম্পাদক মাওলানা খালেদ আহমদ, মুফতি আবদুর রাজ্জাক, জনাব হারুন মিয়া, নিউহাম জমিয়তের সভাপতি হাফীজ জিয়া উদ্দিন,ওয়েস্ট লন্ডন জমিয়তের সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইউকে জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মইনুদ্দিন খান, নিউহাম জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, ইউকে জমিয়তের যুব বিষয়ক সম্পাদক মাওলানা হুসাইন বিন ইমাম উদ্দীন, জমিয়ত নেতা মাওলানা নাজমুল হুসাইন, মাওলানা হেলাল আহমদ ছাতকী,মাওলানা সৈয়দ ফাহিম উদ্দিন, হাফিজ সাদিকুল ইসলাম, আলহাজ্ব আশিক আলী, হেকনি জমিয়তের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, সাংবাদিক খালেদ মাসুদ রনি প্রমুখ।
মাওলানা জুনায়েদ আল হাবীব সম্প্রতি বাংলাদেশের কারাগার থেকে মুক্তি লাভ করায় মতবিনিময় সভায় সর্বস্তরের নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সর্বদলীয় মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে সময়োপযোগী ভূমিকা পালনের জন্য জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের নেতৃবৃন্দের প্রতি উপস্থিত প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলমত নির্বিশেষে স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে মতবিনিময় সভাকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ইস্যুনিয়ে এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল মুনতাকিম।