ছোটখাটো ভালো কাজ পার্থক্য গড়ে দেবে মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি যখন জেগে উঠবেন প্রতিদিন একটি নতুন অধ্যায় আপনার জন্য অপেক্ষা করছে। আপনি গতকালের চেয়ে আজকে আরও ভাল মানুষ হওয়ার লক্ষ্য রাখুন। ছোটখাটো ভালো কাজকেও উপেক্ষা করবেন না। এসব একটি পার্থক্য গড়ে দেবে।

পূনশ্চঃ

এক. আমরা এমন একটি পৃথিবীতে বাস করছি যা আরও বেশি অর্জনের ব্যাপারে আচ্ছন্ন। আরও সম্পদ, আরও খ্যাতি, আরও অর্থ, আরও মনোযোগ, আরো বন্ধুবান্ধব ইত্যাদি। আমরা আমাদের পথে যা আছে তার প্রশংসা করতে ভুলে যাই। আমরা এতটাই বিভ্রান্ত হয়ে পড়েছি যে, সর্বশক্তিমান যে আশীর্বাদ করেছেন তা যদি তিনি কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তবে অবাক হবার কিছু থাকবে না।

দুই. সর্বশক্তিমান। আমাদের পাপ থেকে দূরে রাখুন। যারা এই জাতীয় পরিস্থিতিতে পড়েছেন তাদের সহায়তা করুন এবং আপনার কাছে ফিরে আসতে সেই ট্র্যাক থেকে সরিয়ে আনুন। তাদের হৃদয়কে নরম করুন যাতে তারা প্রার্থনার মাধ্যমে আবার আপনার সাথে সংযোগ স্থাপন করতে পারেন। ক্রমাগতভাবে আমাদের মনে করিয়ে দিন যে আমরা আপনার উপর নির্ভরশীল, নিজেদের উপর নয়।

তিন. আপনার পরীক্ষা সামনে চলে এসেছে। যাই এখন ঘটুক না কেন, আপনার হৃদয়কে বিশ্বাসে দৃঢ় রাখুন। আপনার জন্য যা নির্ধারণ হয়েছে তা থেকে আপনি পালাতে পারবেন না। সর্বশক্তিমানের সাহায্য চান। ধৈর্য এবং প্রার্থনা আপনাকে দেখাশোনা করবে।

চার. সংযম অনুশীলন করুন এবং অন্যদের বিচার করতে যাবেন না, এমনকি নীরবেও নয়। আমরা তাদের জীবনযুদ্ধ সম্পর্কে জানি না। মুখ নয় বরং হৃদয়ের দিকে তাকান। দেখুন জীবন কিভাবে স্বচ্ছ হয়ে উঠে।

পাঁচ. আপনার মনে হতে পারে যে জিনিসগুলি আপনার বিরুদ্ধে কাজ করছে এবং এতে আপনি হতাশ হয়ে পড়েছেন। এটি আসলে শয়তানের কাজ। নিজেকে ধরে রাখুন। সর্বশক্তিমান আপনার পক্ষে যা মঙ্গলজনক তাই কেবল চান। আপনার মনে হতে পারে যে সামনে বের হওয়ার কোনও উপায় নেই। বাস্তবে তিনি সব সময় বের হবার জন্য একটি পথ রাখেন। সম্ভবত আজ বা আগামীকাল নয়। ধৈর্য্য ধারণ করুন!

ছয়. অবশেষে যখন আপনার পালা আসবে তখন আপনি দেখতে পাবেন কেন দেরিটা অনিবার্য ছিল; আপনার অপেক্ষা করতে হবে কেন? মনে রাখবেন, আপনি রাতারাতি প্রজাপতির মতো হতে পারবেন না, এর সাথে একটি প্রক্রিয়া যুক্ত রয়েছে। এর প্রতিটি অংশকে আলিঙ্গন করুন কারণ প্রক্রিয়াটি আমাদের জীবনের মূল্যবান কিছু পাঠ আপনাকে শেখায়!

দ্রষ্টব্য

প্রাচুর্যের প্রতিযোগিতা

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের গাফিল রাখে তোমরা কবরস্থানে পৌঁছে যাওয়া পর্যন্ত। (সূরা তাকাসুর : ১-২)

সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের শোভা। আর স্থায়ী সৎকাজ তোমার রবের কাছে প্রতিদানে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম।’ (সূরা কাহাফ : ৪৬)

কাব ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু ক্ষতিসাধন করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়ে বেশি ক্ষতিসাধন করে, বিশেষত এই ক্ষতি ধর্মের ওপর।(তিরমিজি : ২৩৭৬)

আমর ইবনে আউফ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, আল্লাহর কসম, আমি তোমাদের জন্য দরিদ্রতার আশঙ্কা করি না; বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল, তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে, যেভাবে তারা করেছিল। আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও তেমনি ধ্বংস করে দেবে। (বুখারি : ৪০১৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *