ছাত্রদল, ছাত্রশিবির ও এনসিপি’র বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত : ফ্যাক্টওয়াচ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ২০২৪ সালের ১৫ জুলাই সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুরনো এই ভিডিও ফেসবুকে ব্যবহার করে ঢাবিতে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল, ছাত্র শিবির ও এনসিপি সমর্থকরা- এমন একটি মিথ্যা অপপ্রচার শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা। যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ঢাবিতে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল, ছাত্র শিবির ও এনসিপি সমর্থকেরা।’

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার ও পুরোনো। এটি মূলত, ২০২৪ সালের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ভিডিও।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। এসব বিষয় নজর এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরাসহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ। বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *