ছয় দিনে রিজার্ভ কমলো ২৮ কোটি ডলার

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

প্রতি মাসেই কমে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দ্রুত পতন রিজার্ভের অশনি সংকেত। এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে প্রায় ২৮ কোটি ডলার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। ২০ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৭৩৩ কোটি ডলার। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রস রিজার্ভ দাড়িয়েছে ২ হাজার ৭০৫ কোটি ডলার। অর্থাৎ এই ছয় দিনে রিজার্ভ কমেছে ২৮ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বরে রিজার্ভ কমেছে ১৯২ কোটি ডলার। গতকালই বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গেছে ২ হাজার ১১৫ কোটি ডলার।

বর্তমানে প্রতি মাসেই গড়ে বকেয়া এলসিসহ ৬ বিলিয়ন ডলারের আমদানি ব্যয় পরিশোধ করতে হচ্ছে। যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে কেবল তিন মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এদিকে মেগা প্রকল্পের কিস্তি পরিশোধ শুরু হলে সংকট আরো প্রকট হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *