চোখের ছানি পড়া প্রসংগ : পবিত্র কোরআনের অলৌকিকত্ব

প্রবন্ধ-কলাম সাম্প্রতিক
শেয়ার করুন

ইসলামিক সায়েন্টিফিক মিরাকলস্ আইআইএন থেকে অনুবাদ ও বিশ্লেষণঃ নিজাম উদ্দীন সালেহ

পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে যে, হযরত ইয়াকুব আঃ এর পুত্র ইউসুফ আঃ-কে হারিয়ে এতোই বিষন্ন হয়ে পড়েন যে, এক পর্যায়ে তাঁর চক্ষুদ্বয় সাদা হয়ে যায়। তখনকার সময়ে চোখে ছানি পড়া (cataracts) বলে কোন রোগ আবিষ্কৃত হয়নি, তাই কোরআনেও রোগটির কোন নাম বলা হয়নি। বললে ঐ সময়ে মানুষ তা বুঝতে সক্ষম হতো না।

মহান আল্লাহ পাক ছানি পড়া বুঝাতে ‘চোখ সাদা হয়ে যায়’ বলে উল্লেখ করেছেন পবিত্র আল কোরআনে। এ সম্পর্কে পবিত্র কোরআনের সূরা ইউসুফ-এর ৮৪ নম্বর আয়াতে বলা হয়েছে- ‘এবং তিনি তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেন, হায় আফসোস ইউসুফের জন্য। এবং দুঃখে তার চক্ষুদ্বয় সাদা হয়ে গেলো। এবং অসহনীয় মনস্তাপে তিনি ছিলেন ক্লিষ্ট।’

চোখের ছানি (cataracts) চোখের একটি রোগ। চোখে আঘাত, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ-সহ বিভিন্ন কারণে চোখে ছানি পড়ে থাকে। বহুকাল যাবৎ চিকিৎসা বিজ্ঞানীরা চোখের ছানির জন্য উপরোক্ত কারণসমূহের কথা বলে এসেছেন। কিন্তু ছানি রোগ বিশেষভাবে বয়োবৃদ্ধদের চোখের ছানি রোগের সাথে তাদের মানসিক কোন রোগ বা কারণ থাকার বিষয়টি তারা এতোদিন জানতেন না।

অতি সম্প্রতি চীনের সুজু’র সুচও ইউনিভার্সিটির অধ্যাপক হেইল ফ্যাং-এর নেতৃত্বে এক দল গবেষকের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বয়োবৃদ্ধ লোকের চোখে ছানি পড়ার একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে, বিষন্নতা (depression) বা হতাশা।

গবেষণাটি গত বছর’অপটোমেট্রি এন্ড ভিশন সায়েন্স’ পত্রিকার ডিসেম্বর সংষ্করণে প্রকাশিত হয়। পত্রিকাটির প্রধান সম্পাদক ডঃ মাইকেল টোয়া ও ডি,পিএইচডি, এফএএও বলেন- গবেষণার এই ফল এটাই নির্দেশ করে যে, অপটোমেট্রিস্ট ও ভিশন প্রোফেশনালদের উচিত দৃষ্টির প্রতিবন্ধকতার ক্ষেত্রে চোখের ছানির প্রত্যক্ষ প্রভাবের বাইরে চিন্তা করা। আমাদের উচিত আরো বিস্তৃত প্রভাবের বিষয় বিবেচনা করা যে, মানসিক স্বাস্থ্য ও ভালো না থাকার ওপর দৃষ্টি হারানোর প্রভাব থাকতে পারে।

এটা অতি সাম্প্রতিক আবিষ্কার। অতীতে অনেকে কাঁদতে কাঁদতে কিংবা অশ্রু ঝরতে ঝরতে চোখ অন্ধ হয়ে যাওয়ার কথা বলতেন। কিন্ত এভাবে কখনো চোখ নষ্ট হয়না। বর্তমানে চক্ষু সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানীদের মতে, অন্যান্য প্রমাণিত কারণ ছাড়াও হতাশা বা বিষন্নতা (depression) নামক মানসিক রোগ বয়স্কদের চোখে ছানি পড়া (cataracts-সহ দৃষ্টি নাশের কারণ হতে পারে। আর এটাি মহান আল্লাহ পাক প্রায় পৌনে ২ হাজার বছর আগে তার নাজেলকৃত পবিত্র গ্রন্থে উল্লেখ করেছেন, যা আবিষ্কৃত হয়েছে অতি সম্প্রতি।

* নিজাম উদ্দীন সালেহ কবি ও সাংবাদিক, সহকারী সম্পাদক দৈনিক জালালাবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *