চেতনা সমাজ কল্যাণ সংস্থায় কিবরিয়া সভাপতি ও হাবিব সম্পাদক মনোনীত

প্রবাসী যুক্তরাজ্য
শেয়ার করুন

‘চেতনা সমাজ কল্যাণ সংস্থা’ নামে যুক্তরাজ্য ভিত্তিক একটি নতুন দাতব্য সংগঠন আত্মপ্রকাশ করেছে। এতে লিডস বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম জি কিবরিয়া সভাপতি ও হাবিব আহসান জাবেদ সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

একুশ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি খছরু মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, অর্থ সম্পাদক রাহিদ আল হাসান, প্রচার সম্পাদক শহিদুর রহমান সোহেল, সমাজ সেবা সম্পাদক জুনেজ খান, ধর্ম সম্পাদক হাফিজ নাজমুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক জুবের আহমদ, ক্রীড়া সম্পাদক সুয়েব আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইউসুফ কামাল, সাংস্কৃতিক সম্পদক মোঃ হাসান আহমেদ, কার্যকরি পরিষদ সদস্য মিজানুর রাজা চৌধুরী, আবরারুল হক আরিফ, মোহাম্মদ জাকারিয়া, উবায়দুল হাসান লোদী, মোহাম্মদ নুরুল হক, শাহান চৌধুরী, মফিজুর রব প্রমুখ।

‘মানুষ মানুষের জন্য – মানবতার ডাকে সাড়া দিতে সবাই মিলে কাজ করবো’এই প্রত্যয়ে চেতনা সমাজ কল্যাণ সংস্থা তাদের সেবামূলক কর্মসূচি ঘোষণা করেছে। ইংল্যান্ড সফররত চেতনা যুব পরিষদ বাংলাদেশের সভাপতি জুলকার নায়েনের উপস্থিতিতে গত সোমবার (১৩ মে ২০২৪) বার্মিংহামে বাংলাদেশী কমিউনিটির বিশিষ্টজনদের সাথে এক মতবিনিময় সভায় সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরা হয়। উল্লেখ্য, সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে যাত্রার আগেই গত দুই বছর যাবত সংশ্লিষ্টরা যুক্তরাজ্য থেকে লিডস বাংলা প্রেস ক্লাবের সাহায্যে তহবিল সংগ্রহ করে বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন।

চেতনা সমাজ কল্যাণ সংস্থার নব নির্বাচিত সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিব আহসান জাবেদের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেতনা যুব পরিষদ বাংলাদেশের সভাপতি জুলকার নায়েনকে ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জুলকার নায়েন আশা করেন, এম জি কিবরিয়ার নেতৃত্বে চেতনা সমাজ কল্যাণ সংস্থা যুক্তরাজ্য থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে।

অুনষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মারুফ আহমেদ। আলোচনায় অংশ গ্রহন করেন সংস্থার নব নির্বাচিত সহ-সভাপতি ও গ্রেটার সিলেট কাউন্সিল যুক্তরাজ্যের জেনারেল সেক্রেটারি খছরু খান, বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি মারুফ আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য সংস্থার প্রচার সম্পাদক শহিদুর রহমান সোহেল, অর্থ সম্পাদক রাহিদ আল হাসান, সাংস্কৃতিক সম্পদক মোঃ হাসান আহমেদ, কার্যকরি পরিষদ সদস্য উবায়দুল হাসান লোদী, মোহাম্মদ নুরুল হক, মিজানুর রাজা চৌধুরী, মফিজুর রব শাহান চৌধুরী প্রমুখ।

সভাপতি এম জি কিবরিয়া সংগঠনের সদস্যবৃন্দ এবং কমিউনিটির সহযোগিতা নিয়ে সংস্থার কার্যক্রম অনেক দূর এগিয়ে নিতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সভায় বক্তারা সিলেটের বিভিন্ন সামাজিক উন্নয়নে জনাব জুলকার নায়েন ও এম জি কিবরিয়ার নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। সবশেষে কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের অংশ গ্রহনে মজাদার নৈশভোজ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *