চীনের অর্থায়নে ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে হবে ১৫০০ আসনের ছাত্রী হল

ক্যাম্পাস বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ১৫০০ আসনবিশিষ্ট একটি আধুনিক আবাসিক হল নির্মাণের প্রস্তাবকে সামনে রেখে আজ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসনসংকট নিরসনে প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হল প্রকল্পের প্রাথমিক নকশা উপস্থাপন করা হয়।

চীনের আর্থিক সহায়তায় প্রায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এই নির্মাণকাজ আগামী বছরের প্রথমার্ধেই শুরু হবে বলে জানান চীনের রাষ্ট্রদূত। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে সম্ভাব্য নির্মাণস্থান পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমদ খান পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডাকসুর প্রতিনিধিবৃন্দ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যাশা করে, চীনের এই উদ্যোগ উচ্চশিক্ষায় সাম্য, অন্তর্ভুক্তি এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। শিক্ষা, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনির্মাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *