সিলেটে টিলাধসে নিহতের পরিবারকে জামায়াতের ১ লক্ষ টাকা আর্থিক অনুদান

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলীবাগে সম্প্রতি মর্মান্তিক টিলাধসের ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তান-সহ ৩জন নিহত হয়েছেন। জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার বিকেলে এই পরিবারের জীবিত সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি নিহত আব্দুল করিমের মা ও বড় ভাইর হাতে ঘর নির্মাণের জন্য নগদ ১ লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন। এরপর পরিবারের সদস্যদের নিয়ে নিহতদের মাগফেরাত কামনা করেন।

এ সময় জামায়াত নেতাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ, নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সেক্রেটারী মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষাবিদ জসিম উদ্দিন প্রমূখ।

সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে এডভোকেট জুবায়ের বলেন, টিলাধসে একটি পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনাটি খুবই হৃদয় বিদারক। সরকারের উদাসীনতায় এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। পাহাড় ধ্বসের ঝুঁকি থাকলেও প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে কার্যকর কোন ভুমিকা পালন করা হয়নি।

জামায়াত নেতা পাহাড়ের উপর ও নিচ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত স্থানান্তর এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে জোর দাবী জানান। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহনের আহবান জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান এবং আর কেউ যাতে এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার না হন এখনই সে ব্যবস্থা নিতে হবে।

এডভোকেট জুবায়ের জামায়াতের সেবামূলক কর্ম প্রয়াসের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত মজলুম কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই যে কোন দুর্যোগে সাধ্যের সবটুকু সামর্থ নিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সরকারি নিপীড়নের নিন্দা জানিয়ে বলেন, আদর্শিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতের উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালানো হয়েছে। শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু জামায়াতকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করার ষড়যন্ত্র সফল হয়নি। আর্তমানবতার কল্যাণে জামায়াতের কর্মতৎপরতা ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *