চলে গেলেন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় সংসদে ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত পার্লামেন্টারিয়ান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, আধুনিক জীবন জিজ্ঞাসার ইসলামী বিশ্লেষক, বিশ্বশান্তির নাগরিক কন্ঠস্বর, বহু গ্রন্থ প্রণেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ইন্তিকাল করেছেন। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না- ইলাইহি রা-জিউ‘ন।

আল্লামা সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে (বিএসএমএমইউ) শোকার্ত মানুষের ঢল নামে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হচ্ছেন বিভিন্ন শ্রেণী ও বিভিন্ন পেশার মানুষ। সেখানে হাজার হাজার মানুষের কান্না জড়িত দোওয়ায় এক বেদনা বিধুর অবস্থার সৃষ্টি হয়েছে।

মহান আল্লাহ আল্লামা সাঈদীকে জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ আসন দান করুন। সেই সাথে মরহুমের শোক-সন্তপ্ত পরিবার পরিজন সহ দেশ-বিদেশে লক্ষ কোটি আপনজনদের ধৈর্য ধারণের তৌফিক দিন। আমিন।

আল্লামা সাঈদীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ১২ দলীয় জোটের নেতৃবৃন্দ। সোমবার (১৪ আগস্ট) এক শোক বাণীতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের আলেম সমাজের মধ্যে অত্যন্ত প্রাজ্ঞ, জ্ঞানী, ইসলামিক চিন্তাবিদ সর্বজন শ্রদ্ধেয় আল্লামা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ বলেন, তথাকথিত মানবতাবিরোধী অপরাধে অবৈধ সরকারের আজ্ঞাবহ বিচারালয়ের রায়ে যেভাবে ক্যাঙ্গারু ট্রায়ালের মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা বাংলাদেশের জনগণ মেনে নেয়নি। মহান রাব্বুল আলামিন এ সমস্ত অনাচারের বিচার একদিন করবেন।

শোক বানীতে নেতৃবৃন্দ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা আরো বলেন, মহান রাব্বুল আলামিন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জান্নাতের সর্বোচ্চ মাকামে আসীন করুন। মহান আল্লাহ পাক উনার অসমাপ্ত স্বপ্ন পূরণ ও সকলকে হেদায়েত দান করুন।

বিবৃতিতে সই করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানির চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রাকিব, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান ড. জাভেদ মুহাম্মদ সালেহউদ্দিন।

জামায়াতের শোক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান এক শোকবাণীতে বলেন, আমি অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি যে, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ মহান রাব্বুল কারিমের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করে আজ ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটের দিকে ঢাকার পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আল্লামা সাঈদী অর্ধ শতাব্দীরও বেশি সময় কুরআনের খেদমত করেছেন। বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে তিনি ছুটে বেড়িয়েছেন মহাগ্রন্থ আল-কুরআনের তাফসীরের জন্য। তাঁর তাফসির শুনে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি জনপদে তিনি কুরআনের মাহফিল করে মানুষের কাছে আল্লাহর বানী পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে ইসলামী জাগরণ সৃষ্টির ক্ষেত্রে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার যৌবন কাটিয়েছেন কুরআনের তাফসীরের ময়দানে আর শেষ দিনগুলো কাটিয়েছেন কারাগারে।

ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করেছেন এই মহান দাঈ ইলাল্লাহ। সরকারের জুলুম-নির্যাতন তাকে আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন থেকে বিচ্যূত করতে পারেনি। মিথ্যা ও যড়ন্ত্রমূলক মামলায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে তার ওপর চরম অন্যায় করা হয়েছে। তার ইন্তেকাল বিশ্ব ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার শূন্যতা কাটিয়ে উঠার তাওফীক দিন, আমিন।

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই গোলামকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তাকে সম্মানিত করে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আল্লাহ পাক তার এ মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন, আমিন। আমি প্রিয় দেশবাসীকে ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি। তিনি যে আদর্শের জন্য কারাগারের অন্ধ প্রকোষ্ঠে মজলুম অবস্থায় ১৩টি বছর কাটিয়ে মহান রবের দরবারে হাজির হয়েছেন, সেই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে তার অসমাপ্ত কাজ আঞ্জাম দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। তার পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাক্ষীসহ দেশে-বিদেশে অবস্থানরত সকল পর্যায়ের সহকর্মীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবরে জামিল দান করুন, আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *