সিলেটের বিশিষ্ট আলেম জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নজির আহমদ শায়খে ঝিঙ্গাবাড়ী ইন্তেকাল করেছেন। গত শনিবার ভোরে কানাইঘাটের ঝিঙ্গাবাড়ী গ্রামে নিজ বাড়িতে শেষ বিদায় গ্রহন করেন। ইন্না-লিল্লা-হি ওয়া ইন্না-ইলাইহি রা-জিউ’ন।
শায়খুল হাদিস মাওলানা নজির আহমদের ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি একজন ত্যাগী আলেম ও উচ্চ পর্যায়ের উস্তাদ ছিলেন।
মাওলানা নজির আহমদ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা ছাড়াও মাযাহিরুল উলুম গাছবাড়ি, সিলেটের ভার্থখলা মাদ্রাসা, জামেয়া কাজিরবাজার, রাজাগঞ্জ মাদ্রাসা-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইলমে হাদিসের খেদমত করেছেন। বিভিন্ন মহল থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।