অনুবাদ : মাসুম খলিলী
এক. চলতে থাকুন। আপনার সব দিন মসৃণ হবে না। কিছু দিন হবে কঠিন, সত্যিকার অর্থেই কঠিন এবং সব বিষয়কে অনিশ্চিত বলে মনে হবে। এরপরও সব সময় আশা নিয়ে এগিয়ে যান। আপনি আশা করতে পারেন বিষয়গুলি আরও ভাল হবে কারণ সর্বশক্তিমান আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে কষ্টের পরে স্বাচ্ছন্দ্য আসবে। কোনভাবেই হতাশ হবেন না!
দুই. সর্বশক্তিমান কী করতে পারেন তা কখনই অনুমান করতে পারবেন না। বৃষ্টির ফোটা পড়ার মতোই মুহূর্তেই তিনি সব কিছু পরিবর্তন করতে পারেন। কী ঘটেনি অথবা কী কাজ করেনি সেই বিষয়ে চিন্তা করবেন না। সামান্যতম ধাক্কা দিয়ে কখনও হাল ছাড়বেন না। এগিয়ে চলুন এবং অবশেষে ফলাফল আসবে। মনে রাখবেন, অলৌকিক ঘটনা প্রতিদিনই ঘটছে!
পূনশ্চঃ
এক. জীবনের চ্যালেঞ্জ সব অবয়ব ও আকারে আসে। আপনার যাত্রা আপনার একার। এটি আপনার কাছে অনন্য। কারো কাছ থেকে কিছু আশা করবেন না। আপনি যদি ভাল কিছু করতে চান তবে এটি নিজে করুন। সর্বশক্তিমানকে বিশ্বাস করুন যিনি আপনার উপর নজর রাখছেন। জীবন আপনাকে যেখানেই নিয়ে যাক না কেন, এটি তাঁর পরিকল্পনার অংশ।
দুই. আমরা যদি ভুল কারণে কিছু করে থাকি তাহলে আমাদের জন্য অপ্রশংসিত এবং অপুরস্কারপ্রাপ্ত বোধ করা স্বাভাবিক। আপনার উদ্দেশ্যকে পরিবর্তন করুন। সর্বশক্তিমানকে সন্তুষ্টির জন্য এটি করুন এবং তিনি আপনাকে পুরস্কৃত করবেন।
তিন. শুধু নিজের জন্য প্রার্থনা করবেন না। অন্যদের জন্যও প্রার্থনা করুন। আপনার প্রার্থনার ব্যাপারে উদার হোন। যারা সংগ্রামের মধ্যে রয়েছে কিন্তু মুখ ফুটিয়ে সে কথা বলে না, তাদের কল্যাণের জন্যও প্রার্থনা করুন।
চার. লোকদের ব্যাপারে তাড়াহুড়ো করবেন না। তাদের উপর আসা আঘাত থেকে নিরাময়ের জন্য প্রয়োজনীয় সময় ও অবকাশ দিন। আমরা সকলেই আমাদের যার যার মতো করে পরীক্ষা ও দুর্দশার মোকাবেলা করি। প্রয়োজনের সময় ধার দিন শোনার একটি কান, সাহায্যকারী একটি হাত। নিশ্চিত করুন যে যখন তাদের প্রয়োজন হয় তখন তারা যেন জানে আপনি সেখানে আছেন। এটি হবে সেরা সাহায্য যা আপনি করতে পারেন।
পাঁচ. অস্বাভাবিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণহারা হবেন না। ছোটখাট সবকিছুরই ব্যবস্থাপনা করতে যাবেন না। অনিশ্চয়তাকে আলিঙ্গন করুন, কারণ এটি জীবনেরই অংশ। সতর্কতার সাথে সমস্ত উপায়ে পরিকল্পনা করুন তবে একেবারে প্রতিটি ধাপে নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করাটা ভালো হয় না। সর্বশক্তিমানই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি আপনার জন্য সব কিছু সঠিক পথে চালিত করবেন!
দ্রষ্টব্যঃ
এতে (কোরআনে) মিথ্যার প্রভাব নেই, সামনের দিক থেকেও নেই, পেছন দিক থেকেও নেই। এটা প্রজ্ঞাময়, প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। (সূরা হা মিম সিজদা: ৪২)
নিশ্চয় এ কুরআন এমন পথনির্দেশ করে, যা সর্বশ্রেষ্ঠ এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। (সূরা ইসরা: ৯)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
