গ্রেফতারি অবৈধ, ইমরান খানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে গ্রেফতার ‘অবৈধ’ হিসেবে আখ্যা দিয়ে তাৎক্ষণিক মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধান বিচারপতি ওমর আতা বানদিয়াল।

বৃহস্পতিবার (১১ মে) পাকিস্তানের সুপ্রিম কোর্টে ইমরান খানকে গ্রেফতারের বিরুদ্ধে করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি এ রায় দেন। গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।

ইমরান খানের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের ওপর শুনানিতে প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ ছিলেন। শুনানির একপর্যায়ে এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাজির করার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। সে অনুযায়ী সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ইমরানকে আদালতে হাজির করা হয়।

ইমরান খানকে বন্দী হিসেবে বিবেচনা করা যাবে না। তাঁকে পুলিশ লাইনসের অতিথি ভবনে রাখতে হবে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলামাবাদের পুলিশপ্রধানকে নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, ‘অতিথিশালায় ইমরান খান অতিথি হিসেবে থাকবেন। তাঁর সুরক্ষার বিষয়টি সরকারের দায়িত্ব।’ রাতে ইমরান খানের সঙ্গে ১০ জনকে অতিথিশালায় থাকার অনুমতিও দিয়েছেন আদালত।

ইমরান খান যখন আদালতে পৌঁছান তাকে উদ্দেশ্য করে প্রধান বিচারপতি বলেন, আপনাকে দেখে ভালো লাগছে। শুনানিকালে প্রধান বিচারপতি আদালত চত্বর থেকে ইমরান খানকে গ্রেফতারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, আদালতের একটি সম্মান আছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা কোনো জবাবদিহি আদালত থেকে কাউকে গ্রেফতার করা যায় না।

অতীতের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, সুপ্রিম কোর্টের পার্কিং থেকে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল এনএবি। আদালত তখন গ্রেফতারের নির্দেশ প্রত্যাহার করেছিলেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে গ্রেপ্তারের ফলে বিচার বিভাগকে কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেন দেশটির প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। তিনি আরও বলেছেন, আদালত থেকে ইমরান খানকে গ্রেপ্তার করে আদালত অবমাননা করেছে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি)।

প্রধান বিচারপতি বানদিয়াল জোর দিয়ে বলেন, ন্যায়বিচারের জন্য সবার আদালতে আসার সুযোগ থাকতে হবে এবং যে কেউ আদালতের দারস্থ হতে যাতে নিরাপদ বোধ করেন।

ইমরান খানকে গ্রেপ্তার করার পর পাকিস্তানের বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁর দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৮ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। আটক হয়েছেন ১ হাজার ৯০০ বিক্ষোভকারী। সূত্র : ডন, দ্য নিউজ,আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *