গ্রেপ্তারের পর মুক্ত ট্রাম্পের পরবর্তী শুনানি ৮ আগস্ট

আমেরিকা সাম্প্রতিক
শেয়ার করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নিউইয়র্কে ম্যানহাটনের আদালতে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। তবে তাকে হাতকড়া পরানো হয়নি। ২০১৬ সালে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার অর্থ দেয়ার ঘটনা তদন্তের জের ধরে ওঠা মামলায় ট্রাম্পকে গ্রেফতার দেখানো হয়েছে। আদালতে ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।

গ্রেপ্তারের পর মুক্ত ট্রাম্পের পরবর্তী শুনানি হবে ৮ আগস্ট। ট্রাম্পের আইনজীবী দল এ মামলাকে চ্যালেঞ্জ করে যেকোনো ধরনের আবেদন জানানোর আগামী ৮ আগস্ট পর্যন্ত সময় পাবেন। আর কৌঁসুলিরা ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পাল্টা আবেদনের সুযোগ পাবেন। ম্যানহাটনের ফৌজদারি আদালতের বিচারপতি জুয়ান মারচ্যান বলেছেন, আগামী ৪ ডিসেম্বর সশরীর ট্রাম্পের বিরুদ্ধে শুনানির সময় তিনি এসব আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।

ডোনাল্ড ট্রাম্প প্রথম দিনের শুনানি শেষে নিউইয়র্ক থেকে ফ্লোরিডায় ফিরে গেছেন। কৌঁসুলিরা বলছেন, আগামী ৬৫ দিনের মধ্যে আদালতে তদন্তের বিস্তারিত উপস্থাপন করতে পারবেন বলে আশা করছেন তাঁরা।

আদালতে ঢোকার পর সোমবার (৩ এপ্রিল) পুলিশ প্রথমে তাকে নিয়মমতো গ্রেফতার করে এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর একটি একটি করে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো শোনানো হয়। আদালতকক্ষে ট্রাম্পকে বিমর্ষভাবে তার আইনজীবীর সংঙ্গে বসে থাকতে দেখা যায়। মার্কিন ইতিহাসে তিনি একমাত্র সাবেক প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধের মুখোমুখি হয়েছেন।

ট্রাম্পের আইনজীবীদের বক্তব্য, যে অভিযোগগুলো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা হয়েছে, তার জন্য সর্বাধিক চার বছর পর্যন্ত জেল হতে পারে। তবে, ট্রাম্পের ক্ষেত্রে বড়জোড় জরিমানা হওয়ার আশঙ্কা আছে।

অভিযুক্ত হলে আগামী বছর ট্রাম্প ভোটে লড়তে পারবেন না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু ট্রাম্প ইতোমধ্যেই ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের তোড়জোড় শুরু করে দিয়েছেন। আগামী নির্বাচনে ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য লড়াই করবেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে ট্রাম্পের নির্বাচনে লড়া কার্যত সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

আদালতে হাজির হওয়ার আগে নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলাপ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা থেকে ব্যক্তিগত উড়োজাহাজে করে নিউইয়র্কে আসেন ট্রাম্প। বোয়িং ৭৫৭ মডেলের ওই উড়োজাহাজটিতে লেখা তার নামটি ছিল চোখে পড়ার মতো। আড়াই ঘণ্টা পর সেটি নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে ট্রাম্পের মামলার শুনানি উপলক্ষে নিউইয়র্ক শহরে নিরাপত্তা জোরদার করা হয়। ট্রাম্প টাওয়ারের এবং আদালতের চারপাশে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। আদালতের আশেপাশের কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *